ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মন্টে কার্লোয় নাদালের ১১

প্রকাশিত: ০৬:৫৭, ২৪ এপ্রিল ২০১৮

মন্টে কার্লোয় নাদালের ১১

গোলাম মোস্তফা ॥ মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে ইনজুরিতে পরেছিলেন রাফায়েল নাদাল। এরপর দীর্ঘদিনের জন্য কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। চোট কাটিয়ে কোর্টে ফিরেই নিজের জাত চেনালেন নাদাল। মন্টে কার্লো মাস্টার্সের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন স্পেনের এই টেনিস তারকা। জাপানের কেই নিশিকোরিকে পরাজিত করে মন্টে কার্লোর রেকর্ড ১১তম শিরোপা জেতার কৃতিত্ব দেখিয়েছেন রাফায়েল নাদাল। রবিবার ফাইনালে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের এক নম্বার খেলোয়াড় ৬-৩ এবং ৬-২ গেমে খুব সহজেই পরাজিত করেন কেই নিশকোরিকে। সেই সঙ্গে মন্টে কার্লোর শিরোপা জেতার পাশাপাশি নিজের নাম্বার ওয়ান র‌্যাঙ্কিংও ধরে রাখলেন রাফায়েল নাদাল। শুধু তাই নয়, ৩১ বছর বয়সী নাদাল এই টুর্নামেন্টের শিরোপা জেতার মাধ্যমে নতুন এক ইতিহাসও গড়লেন। বিশ্ব টেনিস ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একটি টুর্নামেন্টের ১১বার শিরোপা জেতার কৃতিত্ব অর্জন করেছেন। এটি নাদালের ক্যারিয়ারের ৭৬তম শিরোপা। আর ক্যারিয়ারের ৩১তম মাস্টার্স শিরোপা। মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা নিজের শোকেসে তুলে দারুণ উচ্ছ্বাসিত নাদাল। অথচ খুব খারাপ সময় পার করে এসেছেন স্পেনের এই টেনিস তারকা। গত জানুয়ারিতে মারিন সিলিচের বিপক্ষে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে কোমরে আঘাত পেয়েছিলেন নাদাল। সেই ইনজুরির কারণে ম্যাচ শেষ না করেই বিদায় নিয়েছিলেন এই স্প্যানিয়ার্ড। সেই টুর্নামেন্টের পর এটাই ছিল নাদালের প্রথম এটিপি টুর্নামেন্টে অংশগ্রহণ। ভক্ত-অনুরাগীদেরও নাদালের ওপর প্রত্যাশা ছিল একটু বেশি। সমর্থকদের হতাশ করেননি ১৬ গ্র্যান্ডসøামের মালিক। ফাইনালের শেষেই নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নাদাল বলেন, ‘প্রতিদিনই আমি চেষ্টা করি টেনিসটাকে উপভোগ করতে। ইনজুরি থাকবেই, কিন্তু সেটাকে পেছনে ফেলে সামনে এগিয়েও যেতে হবে।’ নাদাল এ সময় আরও বলেন, ‘এটা আমার কাছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট। এখানে ফেরাটা আমার কাছে সবসময়ই বিশেষ কিছু। আর শিরোপা জেতাটাও স্পেশাল। তবে যাদের জন্য এখানে আসতে পেরেছি সেই সমর্থক এবং পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। কেননা গত পাঁচটা মাস আমার জন্য খুব কঠিন ছিল। এই সময়ে টানা ইনজুরির মধ্যে দিয়েই সময় পার করেছি।’ ইনজুরিতে ছিলেন সাবেক এক নম্বর খেলোয়াড় কেই নিশিকোরিও। গত জানুয়ারিতে কব্জির ইনজুরির কারণে চার মাস কোর্টের বাইরে ছিটকে পড়েছিলেন তিনি। ইনজুরির ব্যথাটা যে কত দুর্বিসহ তা নাদালের চেয়ে ভাল আর বলতে পারবেন কে? তাই তো নিশিকোরিকেও ম্যাচের শেষে অভিনন্দন জানিয়েছেন নাদাল। তিনি বলেন, ‘দুর্দান্ত একটা সপ্তাহ পার করেছে নিশিকোরি। সেজন্য তাকে আমি অভিনন্দন জানাতে চাই। কেননা, ইনজুরি থেকে ফেরাটা সবসময়ই কঠিন কাজ। অথচ চোট কাটিয়ে কোর্টে ফিরেই চমৎকার পারফর্ম করেছে সে। এজন্য আমারও খুব ভাল লেগেছে।’ কেই নিশিকোরির বিপক্ষে ফাইনালে জয়ের মাধ্যমে রজার ফেদেরাকে পেছনে ফেলে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও নিজের কাছেই রাখলেন নাদাল। টেনিসের জীবন্ত কিংবদন্তি ফেদেরার। সুইস তারকাও গত বছর ধরে দারুণ ছন্দে ফিরেছেন। কিন্তু শেষ সময়টা খুব ভাল কাটেনি তার। যে কারণেই রজার ফেদেরার ইতোমধ্যেই পুরো ক্লে কোর্ট মৌসুম বিশ্রামে থাকার ঘোষণা দিয়েছেন। আগামী সপ্তাহ থেকে শুরু হবে বার্সিলোনা ওপেন। সেই টুর্নামেন্টেই এখন নাদালের মূল লক্ষ্য। এই টুর্নামেন্টেও তিনি ১১তম শিরোপা জয়ের লড়াইয়ে নামবেন। আর এসব কিছুর মাধ্যমে ক্যারিয়ারে ১০ম ফ্রেঞ্চ ওপেন শিরোপা জয় করেই ক্লে কোর্ট মৌসুম শেষ করতে চান এই স্প্যানিশ টেনিস তারকা। তবে নাদাল কী পারবেন? ভক্ত-অনুরাগীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×