ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিষ্ণুমূর্তি উদ্ধার

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ এপ্রিল ২০১৮

বিষ্ণুমূর্তি উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, ২৩ এপ্রিল, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শ্রিগ্রাও গ্রামের একটি ধানক্ষেত থেকে প্রাচীন আমলের কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ রবিবার রাতে ওই ধানক্ষেতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করে। গোবিন্দগঞ্জ থানা পুলিশ জানায়, ১৫ কেজি ওজনের মূর্তিটি কষ্টি পাথরের কিনা তা যাচাই করে দেখা হবে। এজন্য প্রতœতাত্ত্বিক বিভাগকে লিখিতভাবে জানানো হয়েছে। উল্লেখ্য, গত বুধবার একই এলাকার আব্দুল কুদ্দুসের একটি পুকুর খননের সময় কালো পাথরের আরও একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়। বীজ ও সার বিতরণ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ এপ্রিল ॥ বরগুনার পাথরঘাটায় কৃষি সমৃদ্ধ মৌসুমে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০টার সময় পাথরঘাটা কৃষি সম্প্রসারণ অধিদফতর ৮শ ত্রিশ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করেন। প্রত্যককে বীজ ধান ৫ কেজি, ইউরিয়া সার ২০ কেজি, ডিএমপি ১০ কেজি এমওপি ১০ কেজি ও আগাছা দমনে জন্য ৫শ’ টাকা দেয়া হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন। পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবির হোসেন, কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল প্রমুখ।
×