ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটিতে কর্মশালা

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ এপ্রিল ২০১৮

দুর্যোগ মোকাবেলায় রাঙ্গামাটিতে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ২৩ এপ্রিল ॥ প্রাকৃতিক দুর্যোগে পাহাড়ী এলাকায় আগামীতে যেন একটি মানুষেরও প্রাণহানি না ঘটে প্রধানমন্ত্রীর এই নির্দেশকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় শহরের সকল স্তরের মানুষ নিয়ে সোমবার রাঙ্গামাটিতে এক কর্মশালার আয়োজন করেছে। জেলা প্রশাসকের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপানা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপি। কর্মশালায় প্রধান অতিথির ভাষণে মন্ত্রী মায়া বলেন, জননেত্রী শেখ হাসিনার সরকার দুর্যোগ মোকাবেলায় সারাবিশ্বে দৃষ্টান্ত সৃষ্টি করেছে । গত বছর পাহাড় ধস , বন্যা, হাওড়ের ফসলহানি ও রোহিঙ্গা শরণার্থীর মতো বিশাল দুর্যোগ মোকাবেলা করেছে । কর্মশালায় বক্তব্য দিয়েছেন সংসদ সদস্য উষাতন তালুকদার , সাবেক প্রতিমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দিপংকর তালুকদার, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ কামাল, রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান বৃশকেতু চাকমা ,মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মহসিন, রাঙ্গামাটি রিজিয়ন কমান্ডার গোলাম ফারুক প্রমুখ। জুয়ার আসরে বৃদ্ধের লাশ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে আবু তাহের সরদার (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আবু তাহের গুলিশাখালী গ্রামের মুনসুর আলীর বাড়িতে ঘরজামাই থাকতেন। তার মূল বাড়ি চাঁদপুর। তিনি পেশায় মৎস্যজীবী। ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু জানান, সোমবার ভোর রাতের দিকে নিশানবাড়িয়া ইউনিয়নের জিউধরা গ্রামের আলতাফ মোল্লার পরিত্যক্ত গোয়ালঘরে জুয়া খেলার আসরে তার রহস্যজনক মৃত্যু হয়। তার স্ত্রী খাদিজা বেগম বর্তমানে দুবাই রয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ওই আসরে থাকা এক যুবক বলেন, আবু তাহের প্রায়ই জুয়া খেলতে ওই আসরে আসতেন। সঙ্গে ১৭ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিল।
×