ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে আনসার আল ইসলামের তিন জঙ্গী গ্রেফতার

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ এপ্রিল ২০১৮

রাজশাহীতে আনসার আল ইসলামের তিন জঙ্গী গ্রেফতার

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রাজশাহী মহানগর পুলিশের বেলপুকুর থানার বানেশ্বর বাজার ও জামিরা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব রাজশাহীর একটি দল রবিবার রাতে এ অভিযান চালায়। গ্রেফতারকৃতরা হলো, বেলপুকুর থানার পশ্চিম জামিরা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে রাজু আহমেদ, জামিরা গ্রামের আক্কাছ আলীর ছেলে জাহাঙ্গীর আলম ও আকতার আলীর ছেলে ফরহাদ হোসাইন। সোমবার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। র‌্যাব জানায়, রবিবার রাত সাড়ে ৮টার দিকে পুঠিয়ার বানেশ্বর বাজার থেকে প্রথমে রাজুকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদ করা হলে রাজু স্বীকার করে যে, সে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার-আল-ইসলামের সক্রিয় সদস্য। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে ফরহাদ হোসাইন ও জাহাঙ্গীর আলমকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। আটকের সময় রাজুর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়েছে। আর ফরহাদের কাছ থেকে দুটি জিহাদী বই, একটি মোবাইল, দুটি সিমকার্ড ও একটি জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে।
×