ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৬:৩৬, ২৪ এপ্রিল ২০১৮

রাবিতে অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবি

রাবি সংবাদদাতা ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক এএফএম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকা-ের সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে শোক র‌্যালি করেছে শিক্ষার্থীরা। সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে পুনরায় একই জায়গায় এসে সমাবেশে মিলিত হয়। বিভাগের সভাপতি ড. এএফ মাসউদ আখতার বলেন, রেজাউল করিমের মতো সাদা-সিধে মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা প্রশাসনের কাছে এই হত্যামামলার আসামিদের দ্রুত সুষ্ঠু বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. শহীদুল ইসলাম, অধ্যাপক জহুরুল ইসলাম, সহযোগী অধ্যাপক শেহনাজ ইয়াসমিন, আব্দুল্লাহ আল মামুন, ড. মমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশটি সঞ্চালনা করেন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাকিব সোহান। প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল নিজ বাসার কয়েক গজ সামনে দুর্বৃত্তরা অধ্যাপক রেজাউল করিমকে কুপিয়ে হত্যা করে। আদালত এ হত্যা মামলার রায় ৮ মে ধার্য করেছেন। মাদক বিক্রেতাদের গ্রেফতার দাবিতে থানায় বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে মাদক বিক্রেতাদের গ্রেফতারের দাবিতে থানার সামনে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে আড়াইহাজার থানা সামনে এ বিক্ষোভ কর্মসূচী পালন করে। গোপালদী পৌরসভার মোল্লার চর এলাকার বাসিন্দা ইকবাল হোসেন ও আক্তার হোসেন অভিযোগ করেন, উপজেলার গোপালদী পৌর এলাকায় দীর্ঘদিন ধরে কতিপয় লোকজন প্রকাশ্যে মাদক বেচাকেনা করে আসছে। তাদের বিরুদ্ধে স্থানীয় লোকজন বার বার পুলিশকে জানিয়েও কোন প্রতিকার পাচ্ছে না। গত শুক্রবার জুমার নামাজের পর বড় মোল্লারচর উত্তরপাড়া মসজিদে মাইকে ঘোষণা দিয়ে শতশত এলাকাবাসী মাদক বিক্রেতাদের মুদি দোকান, কাপড়ের দোকান ও টেইলার্সের দোকানে তালা লাগিয়ে বন্ধ করে দেয়।
×