ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অভয়নগরে কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ এপ্রিল ২০১৮

অভয়নগরে কর্মসৃজন প্রকল্পে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। এই ইউনিয়নে প্রতিদিন ৩৫ জন শ্রমিকের কাজ করার কথা থাকলেও ৭ জনের বেশি কাজ করছে না। এছাড়া শিশুদের দিয়ে রাস্তার কাজ করানোর অভিযোগ রয়েছে। জানা গেছে, উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের অতি দরিদ্রদের জন্য কর্মসৃজন কর্মসূচির আওতায় চলতি অর্থ বছরের দ্বিতীয় পর্যায়ের কাজ গত ১৫ই এপ্রিল থেকে শুরু হয়েছে। সোমবার সকালে ওই ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে দেখা গেছে, তালিকা অনুযায়ী শ্রমিকের সংখ্যা অনেক কম। ৫নং ওয়ার্ডে (পুড়াখালী) শ্রমিক থাকার কথা যেখানে ৩৫ জন কিন্তু সেখানে কর্মরত আছেন মাত্র ৭ জন। ইনতাজ মোল্যা, শাহজাহান মোড়ল, ফিরোজ মোল্যা, ইসরাইল বিশ্বাস, মাসুম মোড়ল তাদের হাজিরা খাতায় নাম থাকলেও পাওয়া যায় তাদের স্কুলে পড়া ছেলেদের। তারা স্কুল না গিয়ে ওই প্রকল্পের কাজ করছে। হাজিরা খাতায় মহিলাদের নামও রয়েছে কিন্তু সরেজমিনে গিয়ে তাদের কাউকে পাওয়া যায়নি। এখানে কাজ করা ইনতাজ মোল্যার সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘আমি সকালে ছিলাম না আমার ছেলেকে দিয়ে কাজ করিয়েছি। আপনারা কিছু লিখেন না। তাহলে আমার হাজিরা মার যাবে। আমরা এখানে ৬-৭ জন কাজ করছি। ধানের কাটার সময়তো তাই লোক পাওয়া যাচ্ছে না।’ স্থানীয় মানুষ জানান, ৪০ দিনের কর্মসূচীতে ৬-৭ জন কাজ করছে।
×