ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অক্সিজেনের টাকা না দেয়ায় শিশুর মৃত্যু ॥ প্রতিবাদ করায় মারপিট

প্রকাশিত: ০৬:৩৫, ২৪ এপ্রিল ২০১৮

অক্সিজেনের টাকা না দেয়ায় শিশুর মৃত্যু ॥ প্রতিবাদ করায় মারপিট

নিজস্ব সংবাদদাতা, লাকসাম, কুমিল্লা, ২৩ এপ্রিল ॥ লাকসামে এক ক্লিনিকে ১৫ মাসের শিশুকে টাকার জন্য অক্সিজেন না দেয়ায় শিশুটি মৃত্যু হয়। নিহত ওই শিশুর নাম সাহিদা আক্তার মনি। পার্শ্ববর্তী রুমের ভর্তিকৃত অপর শিশুর অভিভাবকরা প্রতিবাদ করলে তাদের শিশু সন্তানকে ওই ক্লিনিকের নার্সরা জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়। তারা বাঁধা দিলে নার্সরা বেদম প্রহর করে দুই মহিলা অভিভাবককে। বেদম প্রহার করে আহত করে রুনা বেগম (৩৫) ও রৌশনারা (৩২)কে। আহত অবস্থায় তাদের লাকসাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে লাকসামে ডাক্তার আবদুস সোবহানের ক্লিনিকে। নিহত ওই শিশুর পরিবারকে ১ লক্ষ ৬০ হাজার টাকা দিয়ে রফাদফা করে। জানা যায়, লাকসাম উত্তর বাজারে শিশু ডাক্তার আবদুস সোবহানের ক্লিনিকে মনির হোসেন তার শিশু কন্যা ১৫ মাসের মনিকে শ্বাস রোগের কারণে রবিবার দুপুরে ক্লিনিকে ভর্তি করে। তাদের বাড়ি লাকসামের ঘাটার নোয়াগাঁও এলাকায়। ভর্তির সময় ডাক্তার সোবহান ১ হাজার ৫শ’ টাকা অগ্রিম নিয়ে ভর্তি দেয়। বিকেলে শিশুটির শ্বাসরোগ বেড়ে যায়। অক্সিজেনের টাকা না দেয়ায় ক্লিনিকের ডাক্তার ও নার্স অক্সিজেন দিতে অপরাগতা প্রকাশ করেন। এরপর শিশুটি বিকেল সাড়ে ৫টায় মৃত্যু বরণ করে। পার্শ¦বর্তী রুমের ভর্তিকৃত ৩ মাসের শিশু আবদুল্লাহ হামিদের মা রুনা বেগম (৩৫) ও রৌশনারা (৩২) এর প্রতিবাদ করে। ওই ক্লিনিকের নার্স রোকসানা ও শিল্পী আক্তার ভর্তিকৃত হামিদকে অপহরণ করে নিয়ে লুকিয়ে রাখে। হামিদের মা এর প্রতিবাদ করলে রুনা বেগম ও তার খালা রৌশন আক্তারকে বেধড়ক পিটায় দুই নার্স। দুই মহিলা রাস্তায় এসে চিৎকার করে পথচারীদের ঘটনাটি জানায়। উত্তেজিত পথচারীরা ক্লিনিকে বিভিন্ন রুম তল্লাশি করে। কোথাও না পেয়ে ডাক্তারের চেম্বারের পিছনে একটি রুম থেকে শিশুটি উদ্ধার করে। ওই ক্লিনিকের নার্স রোকসানা তার গ্রামের বাড়ি পৌরসভার ভোজপাড়া এলাকায়। গত ১৮ বছর পর্যন্ত ওই ক্লিনিকে কর্মরত। অপর নার্স শিল্পী আক্তার গত ৫ বছর পর্যন্ত চাকরি করে আসছে। দুই নার্সের কোন সনদ নেই।
×