ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মোরেলগঞ্জে যুবলীগ নেতার ভয়ে স্কুলে তালা

প্রকাশিত: ০৬:৩৪, ২৪ এপ্রিল ২০১৮

মোরেলগঞ্জে যুবলীগ নেতার ভয়ে স্কুলে তালা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোরেলগঞ্জে কথিত এক যুবলীগ নেতার হামলা ও মারপিটের আশঙ্কায় বিদ্যালয়ে তালা দিয়ে শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা পালিয়ে গেছেন। চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় চ-িপুর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, থানার ওসি (তদন্ত) আলমগীর কবির ঘটনাস্থলে গিয়ে বেলা ১টার দিকে শিক্ষকদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে আনেন। তবে ছাত্র-ছাত্রীদেরকে আর ফিরিয়ে আনা যায়নি। জানা গেছে, রবিবার বিকেলে ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, সহকারী শিক্ষক অনির্বাণ রায় ও দফতরি সাখাওয়াত হোসেনকে ডেকে নিয়ে মারপিট করেন ওয়ার্ড যুবলীগ সভাপতি রাসেল মোল্লা। ওই ঘটনার প্রতিবাদে সোমবার ছাত্র-ছাত্রীরা বিদ্যালয় চত্বরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে ওই যুবলীগ নেতা রাসেল তার সহযোগীদের নিয়ে আবারও চড়াও হন শিক্ষকদের ওপর। এ সময় প্রধান শিক্ষক, ছাত্রছাত্রী ও অন্য শিক্ষকরা বিদ্যালয়ে তালা দিয়ে যে যার মতো পালিয়ে যান। বিদ্যালয়ের পরিচলনা পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলকে কেন্দ্র করে যুবলীগ নেতা রাসেল ও শিক্ষকদের সঙ্গে মতবিরোধের কারণে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। প্রধান শিক্ষক সরদার নুর উদ্দিন আহমেদ বলেন, বিদ্যালয়ের সামনেই যুবলীগ নেতার অফিসে ডেকে নিয়ে দু’জন শিক্ষক ও দফতরিকে মারপিট করে কয়েক ঘণ্টা আটক করে রাখে রাসেল। আমরা ওই ঘটনার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিলাম। এ সময় আবারও রাসেলের বাহিনী হামলার চেষ্টা করলে আমরা পালিয়ে যেতে বাধ্য হই। অভিভাবক ও শিক্ষকদের অভিযোগ, সিদ্দিক মোল্লার ছেলে রাসেল জোর করে বিদ্যালয়ের মাঠের এক প্রান্তে অফিস ঘর তুলেছে।
×