ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পাথরঘাটায় দেড় কোটি টাকার পোনা মাছ জব্দ

প্রকাশিত: ০৬:২৯, ২৪ এপ্রিল ২০১৮

পাথরঘাটায় দেড় কোটি টাকার পোনা মাছ জব্দ

সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ২৩ এপ্রিল ॥ পাথরঘাটায় র‌্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে দেড় কোটি টাকার বাগদা ও গলদা চিংড়ির পোনা জব্দ করেছে। রবিবার রাত ১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত পাথরঘাটা চরদুয়ানী বাজারে এ অভিযান চালানো হয়। জব্দকৃত ৮৫ লাখ রেণু পোনা পাথরঘাটার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিস্ট্রেটের মাধ্যমে চরদুয়ানী খালে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড ও র‌্যাব বাজার যাচাই-বাছাই করে আটক পোনা মাছের মূল্য দেড় কোটি টাকা বলে দাবি করেছে। বিষয়টি পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ হুমায়ুন কবির নিশ্চিত করেন। কোস্টগার্ড জানান, রবিবার রাত ১টা থেকে সোমবার সকাল পর্যন্ত যৌথ অভিযানে চরদুয়ানী বাজারের ৩৬টি আড়ত ঘরে তল্লাশি চালানো হয়। এ সময় প্রত্যেকটি ঘর থেকে পাতিল ভর্তি পোনা মাছ জব্দ করা হয়। এতে ৯৭টি পাতিলে রাখা প্রায় ৮৫ লাখ চিংড়ি ও বাগদা রেণু জব্দ করে মাছগুলো খালে অবমুক্ত করা হয়েছে। পরে পাতিলগুলো ইউএনও প্রকাশ্যে নিলামে ২৫ হাজার পাঁচশ টাকা বিক্রি করা হয়েছে। জলঢাকায় গাছের ডাল ভেঙ্গে ছাত্র নিহত স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ গাছের ডাল ভেঙ্গে পড়ে সাগর ইসলাম (১২) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় জেলার জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয়। ঘটনাটি ঘটে উপজেলার কাঁঠালি ইউনিয়নের পূর্ব কাঁঠালি গ্রামে। নিহত সাগর ওই গ্রামের কইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিলেন।স্থানীয়রা জানান, সকালে স্কুলে যাওয়ার পথে সাগর রাস্তার পাশের একটি কাঁঠাল গাছের ডাল ভেঙ্গে পড়ে গেলে গুরুতর আহত হয় সাগর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। ফটিকছড়িতে মাটি চাপায় শিশুর মৃত্যু নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৩ এপ্রিল ॥ হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মাহামুদাবাদ এলাকায় সোমবার সকাল ৯টার সময় পাহাড়ী মাটি চাপায় সাহেদ (১৩) নামে এক শিশু শ্রমিক প্রাণ হারিয়েছে। সে ওই এলাকার মোহাম্মদ হানিফের পুত্র। স্থানীয় সূত্রগুলো জানায়, এলাকার অন্যদের সঙ্গে উক্ত শ্রমিক মাহামুদাবাদ এলাকার পাহাড়ী মাটি আনতে যায়। পাহাড়ের ঢালু থেকে মাটি কেটে নেয়ার সময় হঠাৎ ওপর থেকে মাটি পড়ে শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলে সে প্রাণ হারায়।
×