ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বরিশাল বিভাগে আমতলী এমইউ বিদ্যালয় সেরা

প্রকাশিত: ০৬:২৮, ২৪ এপ্রিল ২০১৮

বরিশাল বিভাগে আমতলী এমইউ বিদ্যালয় সেরা

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৩ এপ্রিল ॥ বরিশাল বিভাগীয় দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় বরগুনার আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয় জুনিয়র গ্রুপে প্রথম স্থান অধিকার করে বিভাগে সেরা হয়েছে। বিভাগে সেরা হওয়ায় সোমবার এ খুদে বিজ্ঞানীদের আনন্দ মিছিল করে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। জানা গেছে, এ বছর ফেব্রুয়ারি মাসে উপজেলা পর্যায় বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী পাওয়ার প্লান্ট প্রদর্শনী করে। এতে তারা উপজেলায় প্রথম হয়। বরগুনা জেলায় তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় ড্রোন প্রদর্শনী করে জেলায় সেরা হয়। পরে গত ২১-২২ মার্চ অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৫ম বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় সোলার পাওয়ার প্লান্ট প্রদর্শনী করে জুনিয়ার গ্রুপে বরিশাল বিভাগে প্রথম স্থান লাভ করে। বিভাগে সেরা হওয়ায় খুদে বিজ্ঞানীদের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুজ্জামান ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেছেন। বিভাগে সেরা হওয়ায় সোমবার এ খুদে বিজ্ঞানীদের আনন্দ মিছিল করে স্বাগত জানান বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ১৩ জনের এ খুদে বিজ্ঞানীদের দলনেতা ছিলেন মোঃ অমি খাঁন। খুদে বিজ্ঞানী সাফিন আহম্মেদ সানি জানান, উপজেলা পর্যায় পাওয়ার প্লান্ট প্রদর্শনী করে প্রথম হয়ে বরগুনা জেলায় অংশগ্রহণ করেছি। বরগুনা জেলায় ড্রোন প্রদর্শনী করে প্রথম হয়ে বরিশাল বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় অংশগ্রহণ করি। বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় সোলার পাওয়ার প্লান্ট প্রদর্শনী করে বিভাগে সেরা হয়েছি। আমতলী এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুরুল ইসলাম কাওসার বলেন, এ খুদে বিজ্ঞানীরা আমাদের গর্ব। এরা বিদ্যালয় তথা উপজেলাবাসীর মুখ উজ্জ্বল করেছে।
×