ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসসির বহরে নতুন জাহাজ বাংলার জয়যাত্রা যুক্ত হচ্ছে জুলাইতে

প্রকাশিত: ০৬:২৩, ২৪ এপ্রিল ২০১৮

বিএসসির বহরে নতুন জাহাজ বাংলার জয়যাত্রা যুক্ত হচ্ছে জুলাইতে

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) বহরে চলতি বছর জুলাই মাসে যুক্ত হচ্ছে নতুন জাহাজ ‘এম ভি বাংলার জয়যাত্রা’। ৩৯ হাজার ডেড ওয়েট টন (ডিডব্লিউটি) ধারণ ক্ষমতাসম্পন্ন বাল্ক ক্যারিয়ারটি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট এ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন (সিএমসি) কর্তৃক তৈরি হয়েছে। চীনের জিয়াংসু প্রদেশের ওয়াঙ্কি শহরে সিএমসির শিপইয়ার্ড ‘জিয়াংসু নিউ ইয়াংজি শিপবিল্ডিং কোম্পানি লিমিটেডে’ এটি নির্মিত হয়েছে। -খবর বাসস’র। মঙ্গলবার শিপইয়ার্ডে জাহাজটির লঞ্চিং ও নামকরণ অনুষ্ঠান হবে। লঞ্চিং অনুষ্ঠান শেষে জাহাজটি ৫ জুলাই দেশে এসে পৌঁছবে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জাহাজটির লঞ্চিং ও নামকরণ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে রবিবার রাতে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। চীন সরকারের আর্থিক সহায়তায় ১ হাজার ৮৪৩ কোটি টাকা ব্যয়ে বিএসসির জন্য সিএমসি ৬টি জাহাজ নির্মাণ করছে। এতে চীন সরকার দিচ্ছে ১ হাজার ৪৪৮ কোটি এবং বিএসসি দিচ্ছে ৩৯৫ কোটি টাকা। এই ৬টি জাহাজের মধ্যে ৩টি অয়েল ট্যাংকার ও ৩টি বাল্ক ক্যারিয়ার। প্রতিটির ধারণ ক্ষমতা ৩৯ হাজার ডিডব্লিউটি। বাকি ৫টি জাহাজের মধ্যে ৪টি এ বছর এবং একটি আগামী বছরে বিএসসির বহরে যুক্ত হবে। বিএসসির বহরে ৩৬টি জাহাজ ছিল, বর্তমানে রয়েছে ২টি। নৌপরিবহনমন্ত্রী পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।
×