ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোডিং শিখতে সহায়তা করবে স্মার্টফোন

প্রকাশিত: ০৬:১০, ২৪ এপ্রিল ২০১৮

কোডিং শিখতে সহায়তা করবে স্মার্টফোন

কোডিং শেখা শুরু করছেন এমন শিক্ষার্থীদের জন্য স্মার্টফোনেই কোডিং শিখতে সহায়তা করতে গ্রাসহপার নামের নতুন এক এ্যাপ এনেছে ওয়েব জায়ান্ট গুগল। পরীক্ষামূলক বিভিন্ন পণ্য বানাতে গুগল আয়োজিত কর্মশালা ‘এরিয়া ১২০’-এ অংশ নেয়া কোডারদের একটি দল এই এ্যাপ বানিয়েছে বলে উল্লেখ করা হয়েছে আইএএনএসের প্রতিবেদনে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, কোডিং এমন একটি দরকারি দক্ষতা হয়ে উঠেছে যে ব্যস্ত জীবনেও যাতে সবাই এটি শিখতে পারে তা সম্ভব করতে চাই আমরা। আমরা গ্রাসহপারকে আপনাদের ফোনে এনেছি যাতে আপনারা আপনাদের যাত্রা বা লাইনে দাঁড়িয়ে থাকার সময়টাকেও শিক্ষণীয় মুহূর্ত বানাতে পারেন। বর্তমানে আইওএস আর অ্যান্ড্রয়েডে এই এ্যাপটি পাওয়া যাচ্ছে। প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চের সূত্রমতে, এ এ্যাপের লক্ষ্য হচ্ছে নতুন কোডারদের মৌলিক ও মূল ধারণাগুলো যাতে তারা তাদের কোডিং শিক্ষার পরবর্তী ধাপে যেতে পারেন। -অর্থনৈতিক রিপোর্টার
×