ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন করবে আমরা টেকনোলজি

প্রকাশিত: ০৬:০৯, ২৪ এপ্রিল ২০১৮

সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন করবে আমরা টেকনোলজি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সিকিউরিটি অপারেশন সেন্টার স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে আমরা টেকনোলজিস লিমিটেডের পরিচালনা পর্ষদ। যশোরের শেখ হাসিনা সফটওয়্যার এ্যান্ড টেকনোলজি পার্কে (যশোর হাইটেক পার্ক) ৪০০০ স্কয়ার ফুট জায়গা নিয়ে সেন্টারটি গঠন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, এই সেন্টার বাংলাদেশের প্রথম সিকিউরিটি অপারেশন সেন্টার যা দ্বারা এন্টারপ্রাইজ ইনফরমেশন সিস্টেম (ওয়েবসাইট, এ্যাপ্লিকেশন, ডাটাবেজ, ডাটা সেন্টার এ্যান্ড সার্ভার ইত্যাদি) মনিটরিং, মূল্যায়ন ও পর্যালোচনা করার সেবা দেয়া হবে। টেলিকম কোম্পানি, বহুজাতিক কোম্পানি, ব্যাংক, বীমাসহ বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে এই ধরনের সেবার প্রয়োজন হবে। প্রাইস ওয়াটারহাউজকুপার্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটি বাস্তবায়ন করবে আমরা টেকনোলজিস। সাইবার সিকিউরিটি কনসালটেন্সির ক্ষেত্রে প্রাইস ওয়াটারহাউজকুপার্স বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি কোম্পানি। আলোচিত সিকিউরিটি সেন্টারটির কাজ আগামী ৪ মাসের মধ্যে শেষ হবে এবং এতে খরচ হবে মোট ৫ কোটি টাকা। বরিশালে উৎস কর কর্তন সম্পর্কিত কর্মশালা স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ “আমরা স্বাবলম্বী হব-সকলেই কর দেব। রাজস্ব দেশ-উন্নয়নের অক্সিজেন” প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ বাণীকে ধারণ করে বরিশাল কর অঞ্চলের আয়োজনে সোমবার বেলা বারোটায় নগরীর অশ্বিনী কুমার টাউন হলে উৎস কর্তন/সংগ্রহ সম্পর্কিত বিধিবিধানের বিষয়ে ওয়ার্কশপ এবং প্রস্তুতকৃত নির্দেশিকা ক্রিস্টাল ক্লিয়ারের মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ও বরিশাল চেম্বার্স অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রিন্টু অনুষ্ঠানের উদ্বোধন এবং মোড়ক উন্মোচন করেন। বরিশাল কর অঞ্চল প্রধান কর কমিশনার মকবুল হোসেন পাইক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
×