ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

লুব-রেফের প্রসপেক্টাসে অসঙ্গতিপূর্ণ তথ্যের ছড়াছড়ি

প্রকাশিত: ০৬:০৬, ২৪ এপ্রিল ২০১৮

লুব-রেফের প্রসপেক্টাসে অসঙ্গতিপূর্ণ তথ্যের ছড়াছড়ি

অর্থনৈতিক রিপোর্টার ॥ যোগ্য বিনিয়োগকারীদের (ইলিজিবল ইনভেস্টর) জন্য প্রস্তুতকৃত বিএনও ব্র্যান্ডের লুব-রেফের রেড হেরিং প্রসপেক্টাসে স্থায়ী সম্পদ, আইপিও ফান্ডের ব্যবহার, রিটার্ন অন ইক্যুইটি, পরিচালকদের বয়সসহ অনেক বিষয়ে অসঙ্গতিপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে। যা ভুলবশত প্রকাশ করা হয়েছে বলে দাবি কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মফিজুর রহমানের। কোম্পানির রেড হেরিং প্রসপেক্টাসে বিশ্লেষণে এসব তথ্য পাওয়া গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বলেন, এখন কোম্পানিগুলো ইস্যু ম্যানেজারদের সহযোগিতায় বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে। কোম্পানিতে কিছু না থাকলেও তারা সুন্দর করে আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই যে কোন কোম্পানির আইপিও অনুমোদনে বিএসইসির সতর্ক হওয়া দরকার। লুব-রেফের রেড হেরিং প্রসপেক্টাসে মেশিনারিজ এ্যান্ড প্ল্যান্ট ক্রয়ের সময় কন্ডিশনের (নতুন বা পুরাতন) তথ্য প্রকাশ করা হয়েছে বলে শিরোনামে উল্লেখ করা হলেও সেই তথ্য প্রকাশ করা হয়নি। আর ১০৯ পৃষ্ঠায়, ২০১৩-১৬ পর্যন্ত শেয়ার প্রতি অপারেটিং ক্যাশ ফ্লো হিসাব প্রদান করেনি। রেড হেরিং প্রসপেক্টাসের ৭৯ পৃষ্ঠায় ৩ নম্বর সিরিয়ালে ২০০২ সালে ৩ লাখ ৬০ হাজার টাকা দিয়ে ওভারফ্লো টেঙ্ক কেনার তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু ২০০২ সালের পরে ১৫ বছর পার না হতেই সম্পদটি ২০ বছর ব্যবহার হয়েছে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ বছর ব্যবহার হওয়া সম্ভব হলেও কোম্পানি কর্তৃপক্ষ খামখেয়ালি তথ্য প্রকাশ করেছেন। অন্যদিকে কিছু মেশিনারিজ ২০০২ সালে কিনে ১৫ বছর ব্যবহারের সঠিক তথ্য প্রকাশ করা হয়েছে। কিন্তু ২০০৩, ২০০৪ ও ২০০৫ সালে কিনেও ১৫ বছর ব্যবহারের তথ্য প্রকাশ করা হয়েছে। যা কোনভাবেই সম্ভব না। লুব-রেফে ২০০৬ সালে ৪২টি মেশিনারিজ আইটেম কেনা হয়েছে।
×