ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নিলামে জ্যাকসনের জুতা

প্রকাশিত: ০৬:০৫, ২৪ এপ্রিল ২০১৮

নিলামে জ্যাকসনের জুতা

মার্কিন পপ সঙ্গীতশিল্পী মাইকেল জ্যাকসন মুনওয়াক গানটি গাওয়ার সময় যে জুতাজোড়া পায়ে দিয়েছিলেন সেটি ক্যালিফোর্নিয়ার হিলটনে নিলামে উঠবে। ১৯৮৩ সালের ২৫ মার্চ টিভির বিশেষ অনুষ্ঠান ‘মোটাউন টোয়েন্টি ফাইভ’-এ বিশেষ নৃত্যশৈলী পরিবেশন করেন তিনি। মার্কিন জ্যাজ শিল্পী ক্যাব ক্যালওয়েল সর্বপ্রথম এই অদ্ভুত নাচ করে সবার নজর কেড়েছিলেন। ফ্লোরশেইম সংস্থা জুতাজোড়া তৈরি করেছিল। যার ভেতরে জ্যাকসন টু লেখা রয়েছে -সিএনএন বৈরী বার্তা প্রচার বন্ধ দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী সোমবার সীমান্তে উত্তর কোরিয়ার সৈন্যদের উদ্দেশ্যে মাইকে বৈরী বার্তা প্রচার করা বন্ধ করেছে। শুক্রবারের ঐতিহাসিক আন্তঃকোরীয় বৈঠকের প্রাক্কালে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বহিঃপ্রকাশ হিসেবে এ প্রচার বন্ধ করা হয়। দক্ষিণ কোরিয়া সীমান্তে খবর, সঙ্গীত ও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালিয়ে থাকে। উত্তর কোরিয়াও তাদের নিজস্ব কায়দায় সীমান্তে বিভিন্ন ধরনের প্রচার চালায়। সাম্প্রতিক মাসগুলোতে সিউল ও পিয়ংইয়ংয়ের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটেছে -এএফপি
×