ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে বিয়েবাড়িতে সৌদি বিমান হামলা, নিহত অর্ধশতাধিক

প্রকাশিত: ০৬:০৪, ২৪ এপ্রিল ২০১৮

ইয়েমেনে বিয়েবাড়িতে সৌদি বিমান হামলা, নিহত অর্ধশতাধিক

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জাহ প্রদেশের এক বিয়েবাড়িতে রবিবার সৌদি বিমান হামলায় অর্ধশতাধিক লোক হতাহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কোন কোন সূত্র বলেছে, বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। খবর সিনহুয়ার। আল-মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, রবিবার বিয়ের অনুষ্ঠান চলাকালে এ বিমান হামলাটি হয়েছে। হামলার পর আহতদের বহনকারী এ্যাম্বুলেন্সেও হামলা করে সৌদি জঙ্গীবিমান। নিরাপত্তা কর্মকর্তারা জানান, বানি কেয়াসের আলরাকাহ এলাকার এক বিয়েবাড়িতে জঙ্গীবিমান থেকে দুবার বোমা হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলায় বিয়েবাড়ির আশপাশের কয়েকটি বাড়ি ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তা ও হাসপাতাল সূত্রগুলো জানায়, শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে দুটি গাড়িতে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ১৭ জন নিহত হয়। কেনাকাটা করে বাড়ি ফেরার সময় বেসামরিক ওই গাড়ি দুটোর লোকজন হামলার কবলে পড়ে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ এ প্রসঙ্গে বলেন, মার্কিন অস্ত্র দিয়ে ব্যাপক হামলা চালিয়েও ইয়েমেনি জনগণকে নতিস্বীকার করতে বাধ্য করতে পারেনি সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এসব বিমান হামলায় এখন পর্যন্ত দশ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছে। যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক। এছাড়া ৩০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। রাজধানী সানাসহ উত্তরাঞ্চলীয় এলাকার পুরোটাই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে তিন বছরের বেশি সময় ধরে চলা হামলা চালিয়েও ইয়েমেনিদের মনোবল নষ্ট করতে পারেনি সৌদি আরব। ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি আরবেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় প্রতিদিনই তারা সৌদি অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
×