ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নেপালের উদ্দেশে দুটি বাসের পরীক্ষামূলক যাত্রা

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ এপ্রিল ২০১৮

নেপালের উদ্দেশে দুটি বাসের পরীক্ষামূলক যাত্রা

স্টাফ রিপোর্টার ॥ নেপালের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ চালুর লক্ষ্যে বাংলাদেশ থেকে দুটি বাস পরীক্ষামূলক যাত্রায় রওনা হয়েছে নেপালের কাঠমান্ডুর পথে। সোমবার সকালে রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে বিআরটিসির তত্ত্বাবধানে শ্যামলী এন আর পরিবহনের বাস দুটি নেপালের উদ্দেশে ছেড়ে যায়। ঢাকা থেকে সরাসরি নেপাল যেতে সময় লাগবে ৩০ ঘণ্টা। অনুষ্ঠানে অংশ নিয়ে সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম বলেন, আমার আশা দুই দেশের মধ্যে সড়ক যোগাযোগের যাত্রা শুরু হোক। যার ধারাবাহিকতায় পরীক্ষামূলক বাস যাত্রা শুরু হলো। তিনি জানান, প্রতিনিধি দল নেপাল থেকে ফিরে আসার পর রিপোর্ট দেবে। তাদের রিপোর্টের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। সকল সম্ভাব্যতা যাচাই শেষ হলে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রীরা চলাচল করতে পারবেন বলেন জানান সচিব। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্ম সচিব এহসান এ এলাহী জানান, বিআরটিসির চেয়ারম্যানের নেতৃত্বে মোট ৪৪ জন এ যাত্রায় কাঠমান্ডু যাচ্ছেন। তিনি নিজেও আছেন প্রতিনিধি দলে। বাংলাদেশ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ২৫ জন আছি আমরা। এছাড়া ভারতের ১১ জন, নেপালের ছয়জন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের দুজন আছেন এই দলে।
×