ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদ

প্রকাশিত: ০৫:৪৬, ২৪ এপ্রিল ২০১৮

শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে বিএনপি নেতাকে জিজ্ঞাসাবাদ

স্টাফ রিপোর্টার ॥ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও শুল্কমুক্ত কোটায় আমদানি করা গাড়ি বিক্রি করে দুই কোটি টাকা শুল্ক ফাঁকি দেয়ার অভিযোগে বিএনপি নেতা ও নোয়াখালী-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য মোঃ শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদকের প্রধান কার্যালয়ে বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দুদকের উপপরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন শরীফ তাকে জিজ্ঞাসাবাদ করেন। দুদক সূত্র জানায়, বিএনপি নেতা মোঃ শাহজাহান সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত কোটায় গাড়ি আমদানি করে ক্ষমতার অপব্যবহার করে তা বিক্রি করে দুই কোটি টাকা শুল্ক ফাঁকি দিয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের বিষয়ে তথ্য যাচাই করতে সোমবার তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করা হয়। ২০১৭ সালের ১৫ জানুয়ারি মোঃ শাহজাহানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু হয়। দুদক পরিচালক সৈয়দ ইকবাল অনুসন্ধান কাজের তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
×