ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘হৃদরোগে আক্রান্ত বেশিরভাগ রোগীই সচেতন নয়’

প্রকাশিত: ০৫:৪৫, ২৪ এপ্রিল ২০১৮

‘হৃদরোগে আক্রান্ত বেশিরভাগ রোগীই সচেতন নয়’

স্টাফ রিপোর্টার ॥ হৃদরোগে আক্রান্ত বেশিরভাগ রোগীই সচেতন নয়। হার্ট এ্যাটাকের পরেই তারা জানতে পারেন যে তারা হৃদরোগে আক্রান্ত। অথচ এ দেশের প্রায় দশটি বাড়ি খুঁজলে একজন হৃদরোগী পাওয়া যাবে। শুধুমাত্র সচেতনতার অভাবেই এই অবস্থার সৃষ্টি হয়েছে। সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে ভারতের পশ্চিমবঙ্গের সিকে বিড়লা হসপিটালের ক্যাথল্যাব প্রধান প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ শুভ দত্ত এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের আয়োজনে হৃদরোগ ও মেরুদ-ের সমস্যা বিষয়ক এ সেমিনার আয়োজিত হয়। প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসান শাহরিয়ার ও বর্তমান সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সেমিনার সঞ্চলনা করনে প্রেসক্লাবের সদস্য ডাঃ মোড়ল নজরুল ইসলাম। ডাঃ শুভ দত্ত বলেন, প্রত্যেকেরই উচিত ডায়াবেটিস এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা। নিয়মতান্ত্রিক জীবনযাপন করা। হৃদরোগের ঝুঁকি এড়াতে অবশ্যই নিয়মতান্ত্রিক সচেতন জীবনযাপনের বিকল্প নেই। এ সময় তিনি হৃদরোগ চিকিৎসায় আধুনিক পদ্ধতি আর্টিফিসিয়াল বাল্ব রিপলেসমেন্ট এবং মাইট্রেল ক্লিপ বিভাবে মানবদেহে প্রতিস্থাপন করা হয় তা ভিডিও চিত্রে প্রদর্শন করেন। তিনি বলেন, আগামী দশ বছরের মধ্যে বাংলাদেশেও এ ধরনের চিকিৎসা পদ্ধতির বহুল ব্যবহার শুরু হবে। কোন কাটাছেড়া না করে শুধুমাত্র এনজিওগ্রাম পদ্ধতিতে এসব চিকিৎসা করা যায়। এতে সময় কম লাগে এবং রোগী থাকেন ঝুঁকিমুক্ত। আর্টিফিসিয়াল হার্ট রিপলেসমেন্ট সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটা শুধুমাত্র সেইসব হৃদরোগীদের জন্য যাদের হার্ট সম্পূর্ণ অকেজ হয়ে গেছে এবং রিপলেসমেন্টের জন্য অপেক্ষা করছে। কিন্তু ডোনার পাচ্ছেন না।
×