ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুমিল্লার আদালতে খালেদার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলার শুনানি

প্রকাশিত: ০৫:৪৩, ২৪ এপ্রিল ২০১৮

কুমিল্লার আদালতে খালেদার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক মামলার শুনানি

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ২৩ এপ্রিল ॥ কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুর এলাকায় যাত্রীবাহী নৈশকোচে দুর্বৃত্তদের নিক্ষিপ্ত পেট্রোলবোমায় আটজন যাত্রী নিহত এবং একই উপজেলার হায়দারপুল এলাকায় কাভার্ডভ্যান পোড়ানোর অভিযোগে বিস্ফোরক আইনের একটিসহ পৃথক দুটি মামলার আসামি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন শুনানি হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ বেগম জেসমিন আরা সোমবার খালেদা জিয়া ও রাষ্ট্রপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শোনার পর আদেশ পরবর্তীতে দেয়া হবে বলে জানান। সন্ধ্যা সোয়া ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আদালত কোন আদেশ দেয়নি বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন। মামলায় বেগম খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা বাংলাদেশ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার এ্যাডভোকেট কাজী নাজমুস সা’দতসহ আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে ছিলেন পিপি এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান লিটনসহ আরও অনেকে। এর আগে চলতি মাসের গত ১০ এপ্রিল কুমিল্লার ৫নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেন। পরবর্তীতে তার আইনজীবীরা গত ১৬ এপ্রিল জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত সোমবার শুনানির দিন ধার্য করেন।
×