ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট

প্রকাশিত: ০৪:১৪, ২৩ এপ্রিল ২০১৮

 ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ কিমি যানজট

অনলাইন রিপোর্টার ॥ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ফেনীর মুহুরীগঞ্জ পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে যাত্রীভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে। ফেনীর ফতেহপুর এলাকার রেলওয়ে ক্রসিংয়ের ওভারপাস নির্মাণ কাজের কারণে সেটিকে কেন্দ্র করে এ যানজট দেখা দিয়েছে। সোমবার (২৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জট প্রথমে ফেনীর আশপাশে থাকলেও বিকেল পর্যন্ত এটি গিয়ে ঠেকে চৌদ্দগ্রাম পর্যন্ত। যাত্রী ও চালকরা বলছেন, মাঝে মাঝে ধীর গতিতে যান চলাচল করলেও আবার যানজট লেগে যায়। যানজটের কারণে দূরপাল্লার যাত্রীবাহী বাসসহ বিভিন্ন ধরনের যানবাহন রাস্তায় আটকা পড়েছে। এতে এ মহাসড়কে চলাচলরত যাত্রীরা বিভিন্ন বিড়ম্বনায় পড়েছেন। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী থেকে লালপুল পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে যানজট প্রকট। এ কারণে এর আশপাশের এলাকাগুলোর লোকজনকে অনেক সময় পায়ে হেঁটেই গন্তব্যে রওয়ানা হতে দেখা যায়। ফেনী মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল জানান, সকাল থেকেই যানজট লেগে আছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
×