ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাওয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত ॥ রাস্তা অবরোধ বিক্ষোভ

প্রকাশিত: ০২:০৫, ২৩ এপ্রিল ২০১৮

 মাওয়ায় ট্রাক চাপায় পথচারী নিহত ॥ রাস্তা অবরোধ বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সদরের মুক্তারপুর সেতুর উপর ও লৌহজংয়ের কুমারভোগে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিন জন। লৌহজংয়ে নিহতের ঘটনায় ঢাকা মাওয়া মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। লৌহজং থানার ওসি লিয়াকত আলী জানান, রবিবার রাত পোনে আটার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা ও চন্দ্রের বাড়ির মাঝামাঝি স্থানে শিমুলিয়া ঘাটগামী একটি ট্রাক দাদন জমাদার (৩৭) নামে এক পথচারীকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। নিহত দাদন উপজেলার কুমারভোগের ফয়জল জমাদারের পুত্র। সে পেশায় একজন মাহেন্দ্র চালক। পুলিশ ট্রাক ও এর চালককে আটক করেছে। ঘটার পর থেকে এলাকাবাসী মহাসড়কের ওই স্থানে বিক্ষোভ প্রদর্শণ করে ও মহাসড়ক অবরোধ করে। রাত সাড়ে ১০ টায় এলাকাবাসী বিক্ষোভ করে। তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শণ করে। এতে ঢাকা-মাওয়া মহাসড়কে চলচলরত যানবাহনের যাত্রীরা দুর্ভোগের শিকার হন। এ সময় পদ্মা সেতুর নিরাত্তার নিয়োজিত সেনা সদস্যা জনতাকে রাস্তা হতে সড়িয়ে দেয়। এদিকে জেলার সদর উপজেলার মুক্তারপুর সেতুর উপর বাস ও অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর সেতুর উপর এ ঘটনা ঘটে। নিহত মো. দুলাল (৪০) কুড়িগ্রাম জেলার উলিপুর গ্রামের বাসিন্দা। এ ছাড়া ঢাকার জুরাইন এলাকার মো. মাহামুদ মিয়ার ছেলে মো. উজ্জ্বল (৪০), মো. আব্দুর গফুরের ছেলে আব্দুল লতিফ (৫৫) ও মৃত মাওলা মন্ডলের মেয়ে নারগিস আক্তার (৩০) আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানান, মুন্সীগঞ্জ সদরের গজারিয়াকান্দি গ্রামের শহর আলী পাগলার মাজার থেকে আটো রিকশা করে নারায়ণগঞ্জ যাওয়ার পথে বরিশালগামী (ঢাকা মেট্রো ব ১৫- ২৮৪৭) অন্তরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আটো’তে থাকা মো. দুলাল নিহত হয়। এবং আহত অবস্থায় মো. ঊজ্জ্বল, আব্দুল লতিফ ও নারগিসকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মুন্সীগঞ্জ সদর থানার এস আই মো. ইলিয়াস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। আহত উজ্জ্বলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
×