ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় নিহত বেড়ে ৬৩

প্রকাশিত: ১৯:১২, ২৩ এপ্রিল ২০১৮

কাবুলে ভোটার নিবন্ধন কেন্দ্রে হামলায় নিহত বেড়ে ৬৩

অনলাইন ডেস্ক ॥ আফগানিস্তানের রাজধানী কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। ঘটনায় আহত হয়েছেন ৫০ জনের বেশি মানুষ। বিবিসি জানিয়েছে, গতকাল রবিবার দেশটির রাজধানী কাবুলের একটি ভোটার নিবন্ধন কেন্দ্রে ওই আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় নিয়েছে বলে জানিয়েছে সংগঠনটির মুখপাত্র নিউজ এজেন্সি আমাক। বোমা হামলার সময় ওই কেন্দ্রে ভোটার নিবন্ধনের কাজ চলছিল। ওই কেন্দ্রের বাইরে মানুষ নিজেদের নাম নিবন্ধনের জন্য অপেক্ষা করছিল। ওই সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। চলতি মাসেই দেশটিতে ভোটার নিবন্ধনের কাজ শুরু হয়।
×