ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে রেস্তরাঁয় নগ্ন বন্দুকধারীর হামলায় নিহত ৪

প্রকাশিত: ০৮:১৯, ২৩ এপ্রিল ২০১৮

যুক্তরাষ্ট্রে রেস্তরাঁয়  নগ্ন বন্দুকধারীর  হামলায়  নিহত ৪

বিডিনিউজ ॥ যুক্তরাষ্ট্রে টেনেসির ন্যাশভিলে বন্দুক হাতে নগ্ন এক ব্যক্তি একটি রেস্তরাঁয় ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে চারজনকে হত্যা ও চারজনকে আহত করেছে। তার নাম ট্রাভিস রেইকিং বলে ধারণা করছে পুলিশ। খবর ওয়েবসাইটের। পুলিশ জানায়, রবিবার ভোর তিনটা ২৫ মিনিটের দিকে ন্যাশভিল উপকণ্ঠে এ্যান্টিওচের ওয়াফল হাউস রেস্তরাঁয় সবুজ জ্যাকেট পরা এক ব্যক্তি একটি এআর-১৫ এ্যাসল্ট রাইফেল নিয়ে ঢুকে গুলি ছুড়তে শুরু করে। পরে রেস্তরাঁর এক খরিদ্দার রীতিমতো কুস্তি লড়ে হামলাকারীর হাত থেকে রাইফেলটি ফেলে দিতে সক্ষম হন। লড়াই করে বন্দুক ছিনিয়ে নেয়া ওই খরিদ্দারকে ইতোমধ্যে ‘নায়ক’ আখ্যা দিয়েছে পুলিশ। মেট্রো ন্যাশভিল পুলিশের মুখপাত্র এ্যারন বলেন, হামলাকারী পরে হেঁটে পালিয়ে যায়। গয়ে জ্যাকেট চাপিয়েই সে ঘটনাস্থল ত্যাগ করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী ইলিনয়ের ২৯ বছর বয়সী যুবক ট্র্যাভিস রেইঙ্কিং। ওয়াফল হাউস রেস্তরাঁয় হামলার সময় সে একটি গাড়িতে চড়ে এসেছিল। গাড়িটি রেইঙ্কিংয়ের নামে নিবন্ধিত বলে জানিয়েছে পুলিশ। তবে তার হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। পুলিশ হামলাকারীকে খুঁজছে। তার কাছে আর কোন আগ্নেয়াস্ত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। ওদিকে শনিবার মধ্যরাতে ন্যাশভিলের অন্য একটি জায়গায় গোলাগুলির খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে, ওই গোলাগুলির সঙ্গে ওয়াফল হাউস রেস্তরাঁয় হামলার সম্পর্ক থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। হামলাকারীর কাছে আরও অস্ত্র আছে এবং সে খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
×