ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

নোটিসের পরও অস্বাভাবিক সোনালি আঁশের শেয়ার দর

প্রকাশিত: ০৫:৫০, ২৩ এপ্রিল ২০১৮

নোটিসের পরও অস্বাভাবিক সোনালি আঁশের শেয়ার দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট খাতের সোনালি আঁশের শেয়ার দর অব্যাহতভাবে বেড়েই চলছে। কোম্পানিটিকে নোটিস দেয়ার পরও থেমে নেই এর শেয়ার দর বাড়া। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, শেয়ারবাজারে অব্যাহত পতনের মধ্যে যখন অন্যান্য কোম্পানির শেয়ার দর কমছিল তখনও সোনালি আঁশের শেয়ার দর বেড়েছে। এ কোম্পানির শেয়ার দর গত ২৮ মার্চ থেকে অব্যাহতভাবে বাড়ছে। কোম্পানিটির শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে ইতোমধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিসও দেয়া হয়েছে। কিন্তু থামছে না অস্বাভাবিকভাবে শেয়ার দর বৃদ্ধি। মার্চে মাসের ২৮ তারিখ কোম্পানিটির শেয়ার দর ছিল ২০১.৮০ টাকায়। ১৯ এপ্রিল পর্যন্ত ১৭ কার্যদিবস কোম্পানিটির শেয়ার দর বেড়ে দাঁড়িয়েছে ৩১২.৩০ টাকায়। অর্থাৎ এ সময়ে এর শেয়ার দর ১১০.৫০ টাকা বা ৫৫ শতাংশ বেড়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×