ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট

খালেদার বিরুদ্ধে দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি ১০ মে

প্রকাশিত: ০৫:৪৭, ২৩ এপ্রিল ২০১৮

খালেদার বিরুদ্ধে দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানি ১০ মে

স্টাফ রিপোর্টার ॥ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার যুক্তিতর্ক শুনানির জন্য আগামী ১০ মে দিন ধার্য করেছেন আদালত। একই সঙ্গে ১০ মে পর্যন্ত এ মামলায় খালেদা জিয়াকে জামিন দেয়া হয়েছে। রবিবার রাজধানীর বকশিবাজারে অবস্থিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য ছিল। এদিন কারাগার থেকে খালেদা জিয়াকে হাজির না করে কাস্টডিতে পাঠান কারা কর্তৃপক্ষ। কাস্টডিতে লেখা হয় খালেদা আজ (রবিবার) শারীরিকভাবে অসুস্থ। তাই তাকে আদালতে হাজির করা হয়নি। শুনানিতে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলাটির যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য রয়েছে। খালেদা জিয়াকে কারাগার থেকে হাজির করা হয়নি। ভিডিও কনফারেন্সে খালেদার বিচারে আপত্তি আইনজীবীর ॥ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার অবশিষ্ট বিচার কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরিচালনার বিষয়ে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার আইনজীবীরা আপত্তি জানিয়েছেন। গতকাল খালেদার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ আপত্তি জানিয়ে বলেন, ‘আইনে সে বিধান নেই। আমরা ম্যাডামের জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদন করছি’। গতকাল দুদকের প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল পুরান ঢাকার বকশিবাজারের অস্থায়ী আদালতে মৌখিকভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিচার পরিচালনার আবেদন করেন।
×