ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তুরাগ পরিবহনে ভার্সিটি ছাত্রীকে যৌন হয়রানি ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ এপ্রিল ২০১৮

তুরাগ পরিবহনে ভার্সিটি ছাত্রীকে যৌন হয়রানি ॥ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির প্রতিবাদে তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধে এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। পরে উর্ধতন পুলিশ কর্মকর্তা এসে তুরাগ পরিবহনের মালিক পক্ষের সঙ্গে বসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হাউস বিল্ডিংয়ের সামনের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তারা তুরাগ পরিবহনের ১২ থেকে ১৫টি বাস আটকে রাখেন। এ সময় শিক্ষার্থীরা যৌন হয়রানি বিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করতে থাকে।
×