ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে সেরিব্রাল পালসির ওপর কর্মশালা

প্রকাশিত: ০৫:৪৫, ২৩ এপ্রিল ২০১৮

বিএসএমএমইউতে সেরিব্রাল পালসির ওপর কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের একমাত্র ইনস্টিটিউট ইপনা’র উদ্যোগে সেরিব্রাল পালসি রোগের ওপর ‘সেরিব্রাল পালসি: এন আপডেট’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশী শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারদের সেরিব্রাল পালসি রোগ ও তার নিরাময়ে সর্বশেষ আপডেট তথ্য জানানো এবং অভিজ্ঞতা বিনিময় এ কর্মশালার উদ্দেশ্য। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিলন হলে রবিবার সকালে ইন্টারন্যাশনাল চাইল্ড নিউরোলজি এ্যাসোসিয়েশন-এর সহযোগিতায় আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। এতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান বক্তব্য রাখেন। কর্মশালায় বিশ্বখ্যাত শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ ভারতের অধ্যাপক প্রতিভা সিংহী, ইংল্যান্ডের ডাঃ বিজু আব্দুল হামিদ, ভারতের ডাঃ হারলিন উপল এবং বিএসএমএমইউ-এর ইপনার পরিচালক অধ্যাপক ডাঃ শাহীন আকতার সেরিব্রাল পালসি সম্পর্কে সর্বশেষ আপডেট তথ্য উপস্থাপন করেন।-বিজ্ঞপ্তি
×