ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ফিরেছে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ০৫:৪৪, ২৩ এপ্রিল ২০১৮

বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও  জবাবদিহিতা ফিরেছে ॥  চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা অনেকাংশে ফিরে এসেছে। বন্দরের গতিশীলতা আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে এই বন্দর আরও সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। রবিবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর জুলফিকার আজিজের সঙ্গে সৌজন্য বৈঠকে কথাগুলো বলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। বন্দর চেয়ারম্যান দুপুরে নগর ভবনে মেয়রের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় মেয়র বন্দর ব্যবস্থাপনার প্রশংসা করে বলেন, এ বন্দর দেশের সম্পদ, জনগণের সম্পদ এবং অর্থনীতির হৃৎপি-। এ সময় সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সামসুদ্দোহা এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কমানো হলো পরিবহণ ট্রেড লাইসেন্স ফি ॥ পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের ট্রেড লাইসেন্স ফি কমিয়েছে সিটি কর্পোরেশন (চসিক)। একইসঙ্গে পরিচয়পত্র ছাড়া পণ্য পরিবহণ করা যাবে না এমন সিদ্ধান্তও এসেছে চসিকের পক্ষ থেকে। মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আইন-কানুন ও নিয়ম মেনে রাস্তায় পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান চলবে। সে কারণেই ব্যবস্থাপনায় নিয়োজিতদের পরিচয় আইন প্রয়োগকারীদের জানা দরকার। এ লক্ষ্যে পরিচয়পত্র প্রদান করা হয়েছে। পরিচয়পত্র ছাড়া আমদানিকৃত পণ্যসামগ্রী পরিবহনে তুলে দেয়া ঝুঁকিপূর্ণ। ঝুঁকি এড়াতে সকলকে সচেতন হতে হবে। রবিবার সন্ধ্যায় নগরীর মাদারবাড়ি বালুর মাঠে ট্রাক কাভার্ডভ্যান মার্কেট অপরাধ প্রতিরোধ কমিটির আয়োজনে এবং আন্তঃজেলা মালামাল পরিবহণ সংস্থার ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতি ও শ্রমিকদের পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। তিনি জানান, কর্পোরেশন সদয় হয়ে ১০ হাজার টাকার স্থলে ২ হাজার টাকার বিনিময়ে ট্রেড লাইসেন্স দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। লাইসেন্স ছাড়া পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান রাস্তায় চলাচল করতে পারবে না। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেয়ার জন্য পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান মালিকদের প্রতি আহ্বান জানান মেয়র। পণ্য পরিবহন ট্রাক ও কাভার্ডভ্যান মার্কেট অপরাধ প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক চৌধুরী জাফর আহমদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুফিউর রহমান টিপুর পরিচালনায় অনুষ্ঠিত পরিচয়পত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার এসএম মোস্তাইন হোসেন, সড়ক ও জনপথ বিভাগ চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহমেদ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহ মোঃ আবদুর রউফ, সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসাইন, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুল ইসলাম, আন্তঃজিলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক ও কাভার্ডভ্যান মালিক সমিতির চেয়ারম্যান মোঃ সিরাজুল হক, কো-চেয়ারম্যান শওকত আলী, সভাপতি লতিফ আহাম্মদ, অপরাধ প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ সফিকুর রহমান সফি প্রমুখ।
×