ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের সেরা ক্যাচ নিলেন বোল্ট!

প্রকাশিত: ০৫:৩৯, ২৩ এপ্রিল ২০১৮

আইপিএলের সেরা ক্যাচ নিলেন বোল্ট!

স্পোর্টস রিপোর্টার ॥ শনিবার রাতে দিল্লী ডেয়ারডেভিলস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ম্যাচে এমন এক ক্যাচই ধরতে দেখা গেছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টকে। ক্যাচটি নিয়ে তোলপাড় চলছে সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মাঝে। অনেকেই বলছেন, এটাই আইপিএলের সেরা ক্যাচ। টস হেরে ব্যাট করে ব্যাঙ্গালুরুর সামনে ১৭৫ রানের লক্ষ্য রেখেছিল দিল্লী। ২৯ রানে দুই উইকেট হারানোর পর অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে ৩৯ বলে ৬৩ রানের জুটি গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার মারকুটে ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। তবে বিপত্তিটা ঘটে একাদশ ওভারের শেষ বলে। হার্শাল প্যাটেলের করা বলটি ছিল ফুলটস। ৩০ রানে ব্যাট করতে থাকা কোহলি তা তুলে দেন ডিপ স্কয়ার লেগের বাউন্ডারির ওপর দিয়ে। ছক্কাই হয়ে যেত। তবে তা হতে দেননি বাউন্ডারি লাইনে দাঁড়ানো নিউজিল্যান্ডার ফিল্ডার বোল্ট। তিনি বাঁহাতি পেসার, তাই স্বাভাবিকভাবেই তার ডান হাত কম শক্তিশালী। তারপরও ৫ ফুট ১১ ইঞ্চি উচ্চতার বোল্ট ছক্কা হই হই বলটাকে ঠিক আগ মুহূর্তে লাফিয়ে সে হাতেই তালুবন্দী করে মাটিতে পড়ে যান। উঠে শুরু করেন উদযাপন। আম্পায়াররা তো বটে সতীর্থরাও প্রথমে বিশ্বাস করতে পারছিলেন না ক্যাচটি হয়েছে কিনা। ধারাভাষ্যে থাকা সাবেক ইংলিশ ক্রিকেটার ডেভিড লয়েড বলেই ফেলেছিলেন, ‘কি এক মুহূর্ত। ম্যাজিক।’ তবে আম্পায়াররা তো এত সহজে ছাড়ার পাত্র নন। তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা যায়, বোল্ট বাউন্ডারি লাইনের সীমানা ঘেঁষে পড়ে গেলেও বলটিকে ঠিকই বাঁচিয়ে রেখেছিলেন। তা মাটি কিংবা বাউন্ডারি লাইন কোনটিই স্পর্শ করেনি। কোহলিও সাজঘরে ফিরে যান। তবে এমন ক্যাচ ধরেও দলকে জেতাতে পারেননি বোল্ট। ভিলিয়ার্সের ৩৯ বলে ৯০ রানের ঝড়ে ৬ উইকেট ও ২ ওভার হাতে রেখেই জয় আসে ব্যাঙ্গালুরুর। কোহলিও দারুণ অবাক হয়েছিলেন বলটি বোল্টের তালুবন্দী হতে দেখে। তবে এমন ক্যাচে আউট হয়েও নিজেকে ভাগ্যবান মনে করছেন তিনি, ‘আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম যখন সে (বোল্ট) ক্যাচটি ধরল। এমনটা ঘটে, বিশেষত আইপিএলে। এমন ক্যাচে আউট হয়েও আপনার খারাপ লাগবে না।’ ম্যাচ হারলেও টুইটারে বোল্ট এই ক্যাচের জন্য প্রশংসার বন্যায় ভেসে গেছেন।
×