ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হ্যানোভারের বিপক্ষে ৩-০ গোলের জয়

রিয়াল মাদ্রিদকে মোকাবেলার প্রস্তুতি সারল বেয়ার্ন

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ এপ্রিল ২০১৮

 রিয়াল মাদ্রিদকে মোকাবেলার প্রস্তুতি সারল বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ অনেক আগেই মৌসুমের প্রথম মিশন সফলতা পেয়েছে। বুন্দেসলিগায় আবার শিরোপা জিতেছে বেয়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের কাছাকাছিও পৌঁছুতে পারেনি অন্য কোন ক্লাব। এখন তারা যে ম্যাচগুলো খেলছে তার সবই বলা যেতে পারে নিয়মরক্ষার জন্য। তবে এই ম্যাচগুলো এখন তাদের উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের জন্য প্রস্তুতি হিসেবে বেশ কার্যকর ভূমিকা রাখছে। বেয়ার্ন শিবিরের জন্য এখন মূল লক্ষ্যই ইউরোপ সেরা হওয়ার। আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে। ঘরের মাটিতে সেই ম্যাচে মুখোমুখি হওয়ার আগে বুন্দেসলিগায় নিজেদের ৩১তম ম্যাচে হ্যানোভার ৯৬কে ৩-০ গোলে হারিয়ে প্রস্তুতিটা ভালভাবেই সেরেছে তারা। জার্মান বুন্দেসলিগায় এই মুহূর্তে তীব্র লড়াই চলছে রানার্সআপ হওয়ার। সে লড়াইয়ে আছে শ্যালকে জিরো ফোর (৫৫ পয়েন্ট), বরুশিয়া ডর্টমুন্ড (৫৪ পয়েন্ট) ও বেয়ার লেভারকুসেন (৫১ পয়েন্ট)। তবে যোজন দূরে থেকে বেশ আগেভাগেই শিরোপা জয় করেছে ৭৮ পয়েন্ট পাওয়া বেয়ার্ন মিউনিখ। এই মুহূর্তে শুধু তাদের লীগ শেষ করার আনুষ্ঠানিকতা। একমাত্র লক্ষ্য এখন তাদের চ্যাম্পিয়ন্স লীগে দারুণ কিছু করার। ইতোমধ্যেই সেমিফাইনালে উঠেছে তারা। শেষ চারের লড়াইটা অবশ্য সবচেয়ে কঠিন হবে। ফর্মের তুঙ্গে থাকা রিয়ালের বিপক্ষে অবশ্য প্রথম লেগই ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছে তারা। মাঝে আর মাত্র দু’দিন। এরপরই সেই লড়াইয়ে নামতে হবে। নিজেদের গুছিয়ে নেয়ার জন্য সব পরীক্ষা-নিরীক্ষায় এখন চালিয়ে যাচ্ছে তারা। শনিবার রাতে বুন্দেসলিগায় হ্যানোভারের মুখোমুখি হয়েছিল বাভারিয়ানরা। নিচুসারির এই দলটির বিপক্ষে শুরুতে সাইড বেঞ্চে বসে ছিলেন অন্যতম দুই তারকা টমাস মুলার ও রবার্ট লেভানডোস্কি। প্রথম যে একাদশ নিয়ে নেমেছিল বেয়ার্ন তাদের প্রথমার্ধে আটকে রেখেছিল হ্যানোভার। কোন গোল হয়নি। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মুলার ও লেভানডোস্কি নেমে যান। এরপরই শুরু হয় গোলের খেলা। ৫৭ মিনিটে মুলার প্রথম গোলটি করেন, এগিয়ে যায় বেয়ার্ন ১-০ গোলে। এরপর ৭৩ মিনিটে লেভানডোস্কিও লক্ষ্যভেদ করেন। ৫৯ মিনিটে সেবাস্তিয়ান রুডির করা তৃতীয় গোলে ৩-০ ব্যবধানের সহজ জয় তুলে নেয় বেয়ার্ন।
×