ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চলতি সপ্তাহেই নিজের ভবিষ্যত জানাবেন স্পেনের তারকা এই মিডফিল্ডার, বার্সিলোনার হয়ে খেলেছেন শেষ ফাইনাল?

ইনিয়েস্তার বিদায়ে ‘শূন্য’ হবেন মেসিরা!

প্রকাশিত: ০৫:৩৮, ২৩ এপ্রিল ২০১৮

 ইনিয়েস্তার বিদায়ে ‘শূন্য’ হবেন মেসিরা!

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে বার্সিলোনার সঙ্গে নাড়ির বন্ধন ছিন্ন হতে যাচ্ছে আন্দ্রেস ইনিয়েস্তার। শনিবার রাতে কোপা ডেল রে’র শিরোপা জয়ের পর অনেকটাই নিশ্চিত হয়ে গেছে কাতালান শিবির ছাড়ছেন স্প্যানিশ মিডফিল্ডার। যে কারণে এটিই বার্সার হয়ে তার ‘শেষ ফাইনাল’ হয়ে থাকছে। অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের পর চাইনিজ সুপার লীগে খেলার প্রস্তাবের কথা স্বীকার করে ইনিয়েস্তা জানিয়েছেন, চলতি সপ্তাহেই নিজের ভবিষ্যত সম্পর্কে জানাবেন তিনি। বার্সিলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্টোমেউ ম্যাচ শেষে চাইনিজ সুপার লীগ থেকে ইনিয়েস্তার প্রস্তাব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে চোংকিং লিফান ক্লাবেই খেলতে যাচ্ছেন স্প্যানিশ এই অভিজ্ঞ মিডফিল্ডার। শনিবারের ফাইনালে শেষের দিকে যখন ইনিয়েস্তাকে বদলি বেঞ্চে পাঠানো হয় তখন বার্সা সমর্থকরা উঠে দাঁড়িয়ে, গান গেয়ে, হাত তালি দিয়ে তাদের প্রিয় খেলোয়াড়কে বিদায় জানান। ৫২ মিনিটে একটি গোল করে বিদায়ী ক্ষণটা স্মরণীয় করে রাখেন তিনি। ৩৩ বছর বয়সী ইনিয়েস্তা ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময়ই কাটিয়েছেন বার্সিলোনায়। ২০০১ সালে বার্সিলোনা বি দলের জার্সি গায়ে যাত্রা শুরু করে এখনও এই ক্লাবেই আছেন। যে কারণে ম্যাচ শেষে অনেকটাই আবেগী হয়ে পড়েন ইনিয়েস্তা। কান্না ভেজা কণ্ঠে তিনি বলেন, এই সপ্তাহেই সকলের কাছে নিজের সিদ্ধান্ত জানাব। দীর্ঘ সময় এখানে অনেক স্মৃতি, অনেক আবেগ জমে গেছে। এই শিরোপাটা উপহার দিয়ে যেতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই শিরোপটা বার্সা সমর্থকদের প্রাপ্য। ইনিয়েস্তা আরও বলেন, ব্যক্তিগতভাবে আমি খুশি। যে ধরনের ভালবাসা ও শ্রদ্ধা এখানে পেয়েছি তাতে আমি সকলের কাছে কৃতজ্ঞ। আশা করছি শেষবারের মতো লীগ শিরোপাটাও বার্সাকে দিয়ে যেতে পারব। চলতি মৌসুমের শুরুতে ক্যারিয়ারের শেষ পর্যন্ত ন্যুক্যাম্পে থাকার চুক্তি করেছিলেন ইনিয়েস্তা। কিন্তু চুক্তির শর্তানুযায়ী প্রতি মৌসুমের পর তার ক্লাব ছাড়ার অনুমতিও ছিল। ইনিয়েস্তা প্রসঙ্গে বার্সা সভাপতি বার্টোমেউ বলেন, আমরা জানি ইনিয়েস্তা বড় একটা প্রস্তাব পেয়েছেন। তবে এটাও বলতে চাই, বার্সিলোনা তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। তার চুক্তির মেয়াদটা আজীবনের। বার্সা সভাপতি যতই ‘আজীবন চুক্তি’র কথা বলুন না কেন ইনিয়েস্তা নিজের ভবিষ্যতটা ভালভাবেই দেখতে পাচ্ছেন। এ কারণেই হয়তো তিনি বিদায়ের ইঙ্গিতটা দিয়ে দিয়েছেন। ইনিয়েস্তার সতীর্থ জর্ডি আলবা বলেন, যে সিদ্ধান্তই সে নিক সেটা খুব সম্মানজনকই হবে এটা আশাকরি। কারণ সম্মান ও শ্রদ্ধা ইনিয়েস্তার প্রাপ্য। যেদিন সে বার্সিলোনা ছেড়ে দেয়ার ঘোষণা দেবে সেদিন আমরা সবাই কাঁদব। আমরা খুব মিস করব তাকে।
×