ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন টি২০ সিরিজে মাশরাফিকে দলে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু

সেরা দলই পাঠাবে বিসিবি

প্রকাশিত: ০৫:২৯, ২৩ এপ্রিল ২০১৮

 সেরা দলই পাঠাবে বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ জুনের প্রথম সপ্তাহে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেয়া হতে পারে। এমন আলোচনা চলছিল। কিন্তু সেই আলোচনায় যে যুক্তি নেই তা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুই বুঝিয়ে দিয়েছেন। তিনি যা বলেছেন, তাতে বোঝাই যাচ্ছে, আফগানদের বিপক্ষে টি২০ সিরিজটিকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। সেরা ক্রিকেটারদেরই এ সিরিজে রাখা হবে। কোন ঝুঁকি নিতেও রাজি নয় বিসিবি। সঙ্গে টি২০ থেকে অবসর নেয়া ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার টি২০তে ফেরা জরুরী বলেও মনে করছেন প্রধান নির্বাচক। রবিবার নান্নু বলেছেন, ‘জুনিয়র খেলোয়াড় পাঠানো নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আমাদের নির্বাচক প্যানেলকে এ ধরনের কোন নির্দেশনা দেয়া হয়নি। সেরা দলটিই যাবে। যার সঙ্গেই খেলি না কেন প্রতিটি দলই গুরুত্বপূর্ণ।’ সিনিয়রদের না পাঠানো এবং জুনিয়রদের পাঠানোর আলোচনাটি শুরু হয় মূলত সপ্তাহ দুয়েক আগে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের কথাতেই। তিনিই জুনিয়রদের এ সিরিজে পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন। কারণও ছিল। সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পরই টানা সিরিজের মধ্যে থাকতে হবে ক্রিকেটারদের। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ রয়েছে। এরপর এশিয়া কাপ খেলতে হবে। তারপর বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) রয়েছে। বছরের শেষে ঘরের মাটিতে আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এরপর আছে জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ। এ জন্য সিনিয়রদের বিশ্রাম দিয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলানো যায় কিনা সেই ভাবনা করা হয়েছিল। সঙ্গে ইনজুরি সমস্যাতো আছেই। কিন্তু প্রধান নির্বাচক তা নাকচ করে দেন। আফগানদের বিপক্ষে তাই কোন ঝুঁকিও নিতে রাজি নয় বিসিবি। সেরা দলই পাঠানো হবে। আবার সিনিয়র ক্রিকেটার বাদ যেতে পারেন। যদি কেউ ইনজুরিতে থাকেন। অথবা ইনজুরি সেরে উঠতে না পারেন। এ মুহূর্তে ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, মুশফিকুর রহীম, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ইনজুরিতে রয়েছেন। সর্বশেষ সেই তালিকায় যোগ হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টি২০ সিরিজে বেশ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিল বিসিবি। তবে আফগানিস্তানের বিপক্ষে সেই পথে কোনভাবেই হাঁটতে রাজি নয় বিসিবি। প্রধান নির্বাচক বলেন, ‘আমাদের নির্বাচিত খেলোয়াড়কে বিশ্রাম দেয়ার ব্যাপারে নির্দেশ দেয়া হয়নি। দেশের হয়ে প্রতিটি খেলাই গুরুত্বপূর্ণ, আমাদের সেরা দলই খেলবে।’ ইনজুরি সমস্যার জন্য কী তা সম্ভব? নান্নু জানান, ‘আমাদের কাছে যে তথ্য আছে কারও লম্বা চোট নেই। আমার বিশ্বাস আগামী তিন সপ্তাহের মধ্যে ম্যাক্সিমাম খেলোয়াড়দের পাব। আমাদের সেরা দলকেই খেলানোর কথা ভাবছি।’ সামনে অনেক সময়ও আছে। ১৩ মে থেকে শুরু হবে ক্রিকেটারদের অনুশীলন ক্যাম্প। সিরিজ শুরু হবে জুনের প্রথম সপ্তাহে। এখনও সূচী ঠিক হয়নি। তিন টি২০’র স্থানে চার টি২০ও খেলা হতে পারে। হাতে তাই প্রায় দেড় মাসের মতো সময় আছে। আর তাই চোট সমস্যা নিয়ে কোন চিন্তা নেই বিসিবির। যথাসময়েই ক্রিকেটাররা ঠিক হয়ে যাবেন বলে আশা আছে। আর যদি শেষ মুহূর্তে কেউ ইনজুরিতে পড়ে সে বাদ যাবে। এটা স্বাভাবিক। আর তাই নান্নু বলেন, ‘চোটের ওপর তো আর কারও হাত নেই। সামনে অনেক বিরতি আছে। বিসিএল ২৭ তারিখ শেষ হওয়ার পর খেলোয়াড়রা রিকভার করার জন্য আড়াই থেকে তিন সপ্তাহ সময় পাবে। আমার মনে হয় এর মধ্যে যারা চোটে আছে রিকভারি করবে। আমার মনে হয় ক্যাম্প শুরু হওয়ার আগে সবাইকে সুস্থ পাব।’ এদিকে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার টেস্টে ফেরা নিয়ে কথা হচ্ছে। টেস্টে ফিরতে চান মাশরাফি। কিন্তু বিসিবি এখনই হয়তো মাশরাফিকে টেস্টে ফিরতে নাও দিতে পারে। টেস্টের চেয়ে টি২০ থেকে অবসর নেয়া মাশরাফির টি২০তে ফেরা জরুরী বলে মনে করছেন নান্নু, ‘এটা (টেস্টে ফেরা) সম্পূর্ণ ওর ও বিসিবির ব্যাপার। আমাদের যেটা নির্দেশনা দেবে ওভাবেই এগোব। মাশরাফি যদি টেস্ট খেলতে চায় খেলবে।’ সঙ্গে যোগ করেন, ‘আমরা চাচ্ছি টি২০তে ওর ফেরাটা জরুরী। যদি ফেরে এটা আমাদের দলের জন্য অনেক ভাল।’
×