ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আজকের ভূগোল পরীক্ষা পিছিয়ে ১৪ মে

প্রকাশিত: ০৫:১৪, ২৩ এপ্রিল ২০১৮

 আজকের ভূগোল পরীক্ষা পিছিয়ে ১৪ মে

স্টাফ রিপোর্টার ॥ নেত্রকোনায় একটি কেন্দ্রে ভুল করে ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেলায় সকল বোর্ডের ওই পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে। ভূগোল দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল আজ সোমবার। নতুন করে প্রশ্ন ছেপে এ পরীক্ষা আগামী ১৪ মে নেয়া হবে। রবিবার ভূগোল প্রথম পত্রের পরীক্ষার সময় প্রশ্নপত্রের বিলিতে এ বিপত্তি ঘটে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মু. জিয়াউল হক জানিয়েছেন, একটি কেন্দ্রে ভুলবশত সোমবারের (আজ) ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নের একটি প্যাকেট খুলে ফেলা হয়। এজন্য সারাদেশে ওই পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে ওই পরীক্ষা নেয়া হবে। সোমবারের পূর্বনির্ধারিত অন্যান্য সকল পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। জানা গেছে, নেত্রকোনার দুর্গাপুর মহিলা কলেজ কেন্দ্রে ভূগোল প্রথম পত্রের প্রশ্নের বদলে ভুল করে ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্ন বিলি করা হয়। কিছুক্ষণের মধ্যেই ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের প্রশ্ন পাল্টে দেয়া হয়। পরীক্ষা নিয়ে যাতে কোন বিতর্ক না ওঠে সেজন্য স্থানীয় প্রশাসনের কাছ থেকে ভুল প্রশ্ন বিলির খবর পেয়েই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসেইন এই পরীক্ষা স্থগিতের নির্দেশ দেন। সচিব মোহাম্মদ সোহরাব হোসাইন জানিয়েছেন, দুর্গাপুরের একটি কেন্দ্রে ভুলবশত ঃ প্রথমপত্রের বদলে দ্বিতীয়পত্রের প্রশ্নের সিলগালা করা খাম খোলা হয়। খামের ভেতর ভূগোল দ্বিতীয় পত্রের প্রশ্নপত্র দেখে তা আবার বন্ধ করা হয়। তিনি আরও জানান, একদিনের মধ্যে নতুন করে প্রশ্নপত্র ছাপিয়ে সারাদেশে পাঠানো সম্ভব নয়। এ কারণে নতুন করে পরীক্ষার তারিখ নির্ধারণ করে নতুন প্রশ্নপত্র ছাপাতে বোর্ড কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। সুষ্ঠুভাবে পরীক্ষা নেয়ার স্বার্থে আমরা আর কোনও ঝুঁকি নিতে চাই না। ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, ভুল প্রশ্ন বিলির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া স্থানীয় প্রশাসনকেও বিষয়টি তদন্ত করে আগামী সাত দিনের মধ্যে ঢাকা বোর্ডে প্রতিবেদন পাঠাতে বলা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার জানিয়েছেন, ট্রেজারি থেকে কেন্দ্রে ভুল করেই পরের দিনের প্রশ্ন নিয়েছে। আর সারাদেশে এখন অভিন্ন প্রশ্নে পরীক্ষা হওয়ায় সকল বোর্ডেই ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ মে পরীক্ষাটি নেয়া হবে নতুন করে প্রশ্ন ছাপিয়ে। প্রশ্নপত্র ফাঁসরোধে এবার সব সেট প্রশ্নপত্র কেন্দ্রে নেয়া হয় একজন ম্যজিস্ট্রেটের উপস্থিতিতে। এরপর সব পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশের পর পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে লটারির মাধ্যমে কেন্দ্রীয়ভাবে কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে তা নির্ধারণ করা হয়। এছাড়া আরও কিছু পদক্ষেপ নেয়ায় এবার প্রশ্নপত্র ফাঁসের খবর পাওয়া যায়নি। দেশের দুই হাজার ৫৪১টি কেন্দ্রে গত ২ এপ্রিল থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আগামী ১৩ মে লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। তবে এখন তা শেষ হবে একদিন পর ১৪ মে। এরপর ২৩ মে’র মধ্যে হবে ব্যবহারিক পরীক্ষা। এ পরীক্ষায় এবার ১৩ লাখ ১১ হাজার ৪৫৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।
×