ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপিকে নাসিম

আগামী নির্বাচনে ফাউল করলে জনগণ লাল কার্ড দেখাবে

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ এপ্রিল ২০১৮

আগামী নির্বাচনে ফাউল করলে জনগণ লাল কার্ড দেখাবে

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম আগামী নির্বাচনকে ফাইনাল খেলা হিসেবে মন্তব্য করে বিএনপির উদ্দেশে বলেছেন আপনাদের উপস্থিতিতেই আমরা নির্বাচন চাই, খালি মাঠে গোল দিতে চাই না। সাহস থাকলে নির্বাচনের মাঠে আসেন। আগামী ডিসেম্বরে নির্বাচনের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এবার নির্বাচনী মাঠ থেকে পালালে জনগণ আপনাদের ক্ষমা করবে না। ফাউল করলে জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। আগামী নির্বাচনে জনগণ আবার আওয়ামী লীগকে নির্বাচিত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে প্রমাণ হবে দেশে জঙ্গীবাদ থাকবে না মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি থাকবে। রবিবার বিকেল ৩ টায় শেরপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও ট্রমা সেন্টার এর উদ্বোধন শেষে সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার বিষয়ে তিনি বলেন, অন্যায় করেছেন বলেই আইন-আদালত তাকে জেলে দিয়েছে। এ ক্ষেত্রে সরকারের হাত নেই। হুমকি দিয়ে তাকে মুক্ত করা যাবে না, আইন আদালতের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে। বিএনপি নেত্রীর জন্য বিএনপির আন্দোলনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ৩ মাস ধরে ‘তাদের নেত্রী জেলে আর বিএনপি নেতাকর্মীরা নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে’। বিএনপির আন্দোলন ঢাকার দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে সীমাবদ্ধ বলে তিনি উল্লেখ করে বলেন, আমরাও জেলে গিয়েছি কিন্তু জনগণ আমাদের মুক্ত করেছে। তত্ত্ব¡াবধায়ক সরকার আর হবে না এর জানাজা ও কবর হয়ে গেছে। আগামী নির্বাচন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই হবে। বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমানের সভাপিতত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক নূরে আলম সিদ্দিকী, বগুড়া জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ মজিবর রহমান মজনু, বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন বগুড়া জেলা শাখার সভাপতি ডাঃ আলম নান্নু, আলহাজ আব্দুস সাত্তার, আহসান হাবীব আম্বীয়া, ডাঃ আব্দুল কাদের প্রমুখ। এর আগে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ট্রমা সেন্টার এর উদ্বোধন করেন। পরে তিনি শেরপুরের মহিপুরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন। কাজীপুরে এক কোটি টাকার চেক বিতরণ ॥ স্টাফ রিপোর্টার জানান, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিম রবিবার সকালে সিরাজগঞ্জের কাজীপুরে জমির ক্ষতিপূরণ বাবদ এক কোটি টাকার চেক বিতরণ করেছেন। মাইজবাড়ি ইউনিয়নের ছালাভরা এলাকায় নির্মাণাধীন পরিবার কল্যাণ পরিদর্শক প্রশিক্ষণ কেন্দ্র (এফডব্লিউভিটিআই) নির্মাণ কাজে জমি অধিগ্রহণ করা হয়। এই জমির ক্ষতিপূরণ বাবদ ৩০ জন জমির মালিককে ক্ষতিপূরণ হিসেবে এই চেক বিতরণ করা হয়। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে এই প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজীপুরের বিভিন্নমুখী উন্নয়ন কর্মকা-ের বর্ণনা দিয়ে বলেন, প্রায় এক হাজার কোটি টাকা খরচ করে প্রমত্তা যমুনা শাসন করা হচ্ছে। কাজীপুরে আর কোন দিন যমুনার ভাঙ্গনের শব্দ শোনা যাবে না মন্তব্য করে তিনি বলেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত কাজীপুর সিরাজগঞ্জসহ সারা দেশের উন্নয়ন করে যাচ্ছে। এই উন্নযনের ধারাবাহিকতা রক্ষায় চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানিয়েছেন। চেক বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্ব¡াবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ, কাজীপুর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার শফিকুল ইসলাম বক্তব্য দেন।
×