ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১০ জনের

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ এপ্রিল ২০১৮

সড়ক দুর্ঘটনায়  প্রাণ গেল ১০ জনের

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এরমধ্যে ময়মনসিংহের ভালুকায় পিতা-পুুত্রসহ তিনজন, গাইবান্ধায় শিশুসহ চারজন নিহত হয়েছে। এছাড়া, বরিশালে প্রকৌশলী, সিরাজগঞ্জে অটোরিক্সাযাত্রী ও নারায়ণগঞ্জে এক শ্রমিক নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। রবিবার পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার নিশিন্দা নামক স্থানে রবিবার সকাল ৯টায় কভার্ডভ্যানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় পিতা-পুত্রসহ তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছে। জানা যায়, ঘটনার সময় ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল হোসেন ওরফে কাদির মাস্টার (৬৫) মাস্টরবাড়ি থেকে ময়মনসিংহে একটি মামলার হাজিরা দিতে যাওয়ার পথে ওই স্থানে পৌঁছলে তাদের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই কাদির মাস্টার মারা যান ও অন্যরা গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কাদির মাস্টারের ছেলে জুয়েল খান (৩৫) ও ড্রাইভার মোশারফ (৩০) মারা যান। আহত, বাছির খান, বিপ্লব খান ময়মনসিংহে চিকিৎসাধীন রয়েছে। গাইবান্ধা ॥ রংপুর-বগুড়া মহাসড়কে রবিবার ভোরে নৈশকোচ ও বালু বোঝাই এক ট্রাকের সংঘর্ষে দুই চালক ও ১ শিশুসহ ৪ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকতারুজ্জামান জানান, নিহতরা হলো-সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী গ্রামের ফরমান বিশ্বাসের ছেলে আব্দুল মতিন বিশ্বাস (৩৫), রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার খোরাজান গ্রামের খয়রাত হোসেনের ছেলে আল-আমিন হোসেন (২৩), দিনাজপুর জেলার চিনিরবন্দরের পূর্বছাইদা গ্রামের মঞ্জুরুল ইসলামের শিশু মেয়ে তানিয়া (৬) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার মদনেরপাড়া গ্রামের মোবিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০)। অপরদিকে আহতদের মধ্যে ১৩ জনের পরিচয় জানা গেছে। তারা হলো- গোবিন্দগঞ্জের এরশাদ আলী, নীলফামারীর আব্দুস সাত্তার, ঠাকুরগাঁওয়ের মনির হোসেন, শাকিল মিয়া, ধনঞ্জয়, শাহীন, দিনাজপুরের ইসমাইল, মতিউর রহমান, ফরিদুল, রংপুরের সোয়েব আলী, শরিফ মিয়া, শিউলী বেগম, বগুড়ার নূর রহমানের পরিচয় জানা গেছে। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকার আব্দুল্লাহপুর থেকে ছেড়ে আসা ভিএস পরিবহনের একটি নৈশকোচ বকচর এলাকায় এসে অপর একটি কোচকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী বালু বোঝাই একটি ট্রাককে ধাক্কা দেয়। ফলে মুখোমুখি এ সংঘর্ষে উভয় গাড়ির সম্মুখভাগ দুমড়ে মুচড়ে যায়। এ সংঘর্ষে নৈশকোচ ও ট্রাকের দুই চালক, ১ শিশুসহ নৈশকোচের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত এবং ২০ জন যাত্রী আহত হয়। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ রংপুর মেডিক্যাল কলেজ ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বরিশাল ॥ ঢাকা-বরিশাল মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় শনিবার রাত সাড়ে নয়টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় পল্লীবিদ্যুতের উপদেষ্টা প্রতিষ্ঠানের (পিসিএল) প্রকৌশলী খগেন্দ্র নাথ গোলদার (৬০) নিহত ও পিটার (৩০) নামের এক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত খগেন্দ্র নাথ গোলদার খুলনা জেলার বাসিন্দা ও বরিশাল পল্লীবিদ্যুৎ-২ এর পরামর্শক/উপদেষ্টা প্রতিষ্ঠানের সুপারভিশন কর্মকর্তা (প্রকৌশলী) হিসেবে কর্মরত ছিলেন। নারায়ণগঞ্জ ॥ বন্দরের বকুলদাসের বাগ এলাকায় একটি ইটভর্তি ট্রাক উল্টে গেলে হৃদয় মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে। নিহত হৃদয় মিয়া কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার আব্দুল্লাহপুর এলাকার খন্দকার মোক্তার মিয়ার ছেলে। সে বন্দরের কেওঢালা এলাকায় ভাড়া থাকত। সিরাজগঞ্জ ॥ রবিবার দুপুরে সিরাজগঞ্জ-নলকা সড়কের সদর উপজেলার দিয়ারবৈদ্যনাথ এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুর রাজ্জাক (৬৫) নামে অটোরিক্সার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন যাত্রী। নিহত আব্দুর রাজ্জাক সদর উপজেলার বহুলী ইউনিয়নের মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী গ্রামের আশরাফ আলী, শিয়ালকোল ইউনিয়নের সারটিয়া গ্রামের কামাল ও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামের মোহাম্মদ আলী। বগুড়া ॥ সড়ক দুর্ঘটনায় এবার হাত বিচ্ছিন্ন হলো এক শিশুর। এই ঘটনা বগুড়ার শেরপুরের। রবিবার বিকেলে বগুড়া-ঢাকা মহাসড়কের শেরুয়া বটতলা এলাকায় পাথরবোঝাই এক ট্রাকের চাপায় বাম হাত হারায় শিশু সুমি (৮)। ওই সময় সুমি মা মরিয়ম খাতুনের সঙ্গে রাস্তা পার হচ্ছিল। সুমি হঠাৎ রাস্তায় পড়ে যায়। তখনই ঢাকাগামী ট্রাকটি তার বাম হাত চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তার বাম হাত বিচ্ছিন্ন হয়। সুমির বাম হাতের সোল্ডারের সামান্য নিচে থেকে থেঁতলে খসে পড়ে। দ্রুত তাকে প্রথমে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হলে সুমিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক। সুমির বাবা দুলাল খান একজন মুদি দোকানি। আগে সে রিক্সা চালাত। তার তিন মেয়ের মধ্যে সুমি ছোট। তাদের বাড়ি শেরপুরের শাহ বন্দেগী ইউনিয়নের ফুলতলা দক্ষিণপাড়ায়। সুমি স্থানীয় ব্র্যাক স্কুলের প্রি-এডুকেশন প্রথম শ্রেণীর শিক্ষার্থী।
×