ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

প্রকাশিত: ০৪:৫৫, ২৩ এপ্রিল ২০১৮

হবিগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ২২ এপ্রিল ॥ লাখাই ও বানিয়াচংয়ে বজ্রপাতে দুই কৃষকসহ তিন জনের মৃত্যু হয়েছে। তারা হলেন, লাখাইয়ের স্বজন গ্রামের বাসিন্দা কাদির মিয়ার পুত্র নুফুল মিয়া (৪৫) ও একই গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র আপন মিয়া (৩৫) এবং বানিয়াচংয়ের হিয়ালা আগলা বাড়ির ফুল মিয়ার পুত্র মঈন উদ্দিন (১৪)। রবিবার বিকেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দেওয়ান মোঃ নুরুল ইসলাম বলেন, উক্ত গ্রামের দুই যুবক বিকেলে কৃষক বাড়ির পার্শবর্তী হাওরে ধান তুলার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় প্রবল বৃষ্টি শুরু হলে তার সঙ্গে হঠাৎ বজ্রপাত ওদের ওপর আঘাত হানে। এতে দু’জনই গুরুতর আহত হন। পার্শবর্তী জমিতে কর্মরত শ্রমিকরা তাদের দ্রুত লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এদের মৃত ঘোষণা করেন। দেখা গেছে, নিহত আপন মিয়ার শরীর বজ্রপাতে ঝলসে গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ পুলিশ নিহতের বাড়ি না যাওয়ায় দুটি মৃতদেহই ময়নাতদন্ত ছাড়া এখনও তাদের পরিবারের জিম্মায় রয়েছে। অপরদিকে বানিয়াচংয়ের ওই গ্রামের মঈন উদ্দিন বাড়ির পার্শবর্তী মাঠে খেলাধুলা করছিল। এ সময় বজ্রপাত তার দেহে স্পর্শ করলে ঘটনাস্থলেই সে মারা যায়। বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক এর সত্যতা নিশ্চিত করেছেন।
×