ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

টুইটারে বিভ্রাট

প্রকাশিত: ০৪:৪২, ২৩ এপ্রিল ২০১৮

টুইটারে বিভ্রাট

চলতি সপ্তাহে দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী বিভ্রাটের মুখে পড়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। টুইট করতে গিয়ে বিশ্বের বিভিন্ন স্থানে ব্যবহারকারীরা সমস্যার মুখোমুখি হয়েছেন খবর প্রকাশ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। টুইটারও এই সমস্যার কথা স্বীকার করেছে। সেইসঙ্গে এই সমস্যা সমাধান করা হয়েছে বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। নিজেদের টুইটার সাপোর্ট এ্যাকাউন্টে প্রতিষ্ঠানটি বলে, শুক্রবার সকালে প্রায় ৩০ মিনিট ধরে মানুষ টুইট পাঠাতে পারছিলেন না। আমরা এই অভ্যন্তরীণ সমস্যা সমাধান করেছি আর এই বিভ্রাটের জন্য আমরা দুঃখিত। ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, ব্রিটেন, ফ্রান্স আর যুক্তরাষ্ট্রজুড়ে সব ব্যবহারকারী জানিয়েছেন তারা তাদের টাইমলাইন দেখতে বা কিছু পোস্ট করতে সমস্যার সম্মুখীন হয়েছেন। এর আগে ১৭ এপ্রিল টুইটার আরেকটি বিভ্রাটের মুখোমুখি হয়েছিল টুইটার। যুক্তরাষ্ট্রে এবারের বিভ্রাট আগেরটির মতো অত বিস্তৃত ছিল না বলে জানিয়েছে প্রযুক্তি সাইট টেকক্র্যাঞ্চ। -অর্থনৈতিক রিপোর্টার
×