ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাণিজ্য বাড়াতে কমনওয়েলথের ৬ দফা এজেন্ডা

প্রকাশিত: ০৪:৪১, ২৩ এপ্রিল ২০১৮

বাণিজ্য বাড়াতে কমনওয়েলথের ৬ দফা এজেন্ডা

অর্থনৈতিক রিপোর্টার ॥ কমনওয়েলথ সরকার প্রধানরা (সিএইচওজিএম) প্রবৃদ্ধি ঝুঁকি মোকাবেলায় বহুমুখী বাণিজ্য ব্যবস্থার প্রতি সমর্থন জানিয়েছেন। একইসঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সংযোগ বাড়াতে ছয়দফা যোগাযোগ এজেন্ডা গ্রহণ করেছেন। নেতারা ২০৩০ সাল নাগাদ আন্তঃকমনওয়েলথ বাণিজ্য দুই ট্রিলিয়ন ডলার পর্যন্ত বৃদ্ধি এবং আন্তঃকমনওয়েলথ বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে অঙ্গীকার করেছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য ও বিনিয়োগের জন্য কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার মাধ্যমে এই লক্ষ্য অর্জিত হবে। কমনওয়েলথ দেশগুলোর জন্য একটি ফোরাম গঠনের মাধ্যমে কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডা ও সুযোগ-সুবিধা ত্বরান্বিত করবে। কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, ‘বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার ঘোষণা ৫৩টি সদস্য দেশের সবগুলোর কমনওয়েলথ সুযোগ-সুবিধা বৃদ্ধির সুফল নিশ্চিতে আমাদের অঙ্গীকার আরও জোরদার করবে।’ ৬ দফা হচ্ছে- বাণিজ্য সুবিধাকে গুরুত্ব দিয়ে ভৌত যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্য তথ্য বিষয়ে সর্বোচ্চ অনুশীলন, জাতীয় ডিজিটাল অর্থনীতির উন্নয়ন সমর্থন, নিয়ন্ত্রণ অবকাঠামোর উন্নয়ন ও ডিজিটাল অবকাঠামোর সর্বোচ্চ অনুশীলন সমর্থিত ডিজিটাল যোগাযোগ, কমনওয়েলথ দেশগুলোর মধ্যে নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমঝোতার উন্নয়ন, ভাল নিয়ন্ত্রণ অনুশীলনের উন্নয়ন ও পারস্পরিক অনুমোদন বিষয়ে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণমূলক যোগাযোগ, কমনওয়েলথ ব্যবসার পাশাপাশি সরকারী ও বেসরকারী সেক্টরের মধ্যে বৃহত্তর সংযোগ সমর্থিত বিজনেস টু বিজনেস যোগাযোগ, বৈশ্বিক ভেলু চেইনে সক সদস্য দেশের অংশগ্রহণ উৎসাহিত করতে সাপ্লাই সাইড যোগাযোগ এবং সকলকে মূল ধারায় নিয়ে আসতে নারী, তরুণদের অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে অন্তর্ভুক্তিমূলক ও টেকসই বাণিজ্য। কমনওয়েলথ যোগাযোগ এজেন্ডার আয়োজনে কমনওয়েলথ দেশগুলোর সিনিয়র বাণিজ্য কর্মকর্তারা আগামী জুনে এক বৈঠকে মিলিত হবেন।- খবর বাসস
×