ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা আয়

প্রকাশিত: ০৪:৪১, ২৩ এপ্রিল ২০১৮

 গ্রামীণফোনের প্রথম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা আয়

অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্রমীণফোন ২০১৮ সালের ১ম প্রান্তিকে ৩১২০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। ডাটা থেকে অর্জিত রাজস্ব বেড়েছে ২৩.৯ শতাংশ, সেই সঙ্গে ভয়েস কল থেকে অর্জিত রাজস্বও গত বছরের তুলনায় ৩.৯ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২১ লাখ নতুন গ্রাহক অর্জন করে, যা ডিসেম্বর ২০১৭ এর তুলনায় ৩.৩ শতাংশ বেশি। এই প্রান্তিকে ১১ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী যোগ হওয়ায় গ্রামীণফোনের মোট গ্রাহকের ৪৭.৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, ‘আমরা নতুন স্পেকট্রাম ও তরঙ্গ নিরপেক্ষতার সহায়তায় সেরা গ্রাহক অভিজ্ঞতা প্রদানে গত ১৯ ফেব্রুয়ারি ফোর-জি সেবা চালু করি। নেটওয়ার্কের মানের ক্ষেত্রে আমাদের উচ্চতর অবস্থান আরও সংহত করতে একটি দৃঢ় নেটওয়ার্ক বিস্তার ও আধুনিকায়ন পরিকল্পনা আছে।’ আয়কর প্রদানের পর ২০১৭ এর ১ম প্রান্তিকে ২০.৫ শতাংশ মার্জিনসহ ৬৪০ কোটি টাকা মুনাফা হয়েছে। এতে আয় ২.৫ শতাংশ কমে গেছে। এই প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে ৪.৭৪ টাকা। গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, গ্রামীণফোন এই প্রান্তিকে স্বাস্থ্যকর আয় বৃদ্ধি এবং স্থিতিশীল অর্জন করেছে।
×