ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বাজেটে কৃষিজাত পণ্যে কর সুবিধা দেয়া হবে

প্রকাশিত: ০৪:৪০, ২৩ এপ্রিল ২০১৮

 বাজেটে কৃষিজাত পণ্যে কর সুবিধা দেয়া হবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসছে বাজেটে কৃষিজাত পণ্যে কর সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি বলেছেন, ‘এ্যাগ্রো বেইজড খাতকে আমরা অগ্রাধিকার দিতে চাই। তবে এসব খাত সংশ্লিষ্টদের উচিত এ্যাগ্রোবেইজড শিল্পের প্রতি বেশি নজর দেয়া। কারণ, আমাদের দেশে কর্মসংস্থান একটি বড় বিষয় আর সেটি আমাদের দেখতে হবে’। রবিবার রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর সম্মেলন কক্ষে প্রাক-বাজেট আলোচনায় ব্যবসায়ীদের এই আশ্বাস দেন তিনি। এ সময় এনবিআরের সদস্যসহ উর্ধতন কর্মকর্তা এবং কৃষি, পোল্ট্রি, তেল, গ্যাস, খাদ্য ও পানীয় খাতের বিভিন্ন সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, ‘সব ক্ষেত্রে করের হার শূন্য করা সম্ভব হবে না। তবে আপনাদের দাবিগুলো বিবেচনা করা যেতে পারে। আমাদের দেশে কর্পোরেট করের হার বেশি- এ বিষয়টি নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। তাই এবারের বাজেটে কর্পোরেট কর কমানোর বিষয়টি বিবেচনা করছি। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে গেলে আবার কর্পোরেট কর কমানো কঠিন হয়ে যাবে। এখন দেখা যাক কী করা যায়।’ বৈঠকে বাংলাদেশ ট্যানারি এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহীন আহমেদ বন্ড সুবিধা বঞ্চিত চামড়া শিল্পের প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘বন্ড সুবিধা বঞ্চিত প্রতিষ্ঠানগুলোর বিষয়ে আমরা বিবেচনা করব।
×