ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুক বিল্ডিংয়ের সঠিক ব্যবহারে ডিএসইর প্রশিক্ষণ শুরু

প্রকাশিত: ০৪:৩৯, ২৩ এপ্রিল ২০১৮

বুক বিল্ডিংয়ের সঠিক ব্যবহারে ডিএসইর প্রশিক্ষণ শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ বুক বিল্ডিং পদ্ধতিতে যোগ্য বিনিয়োগকারীদের দ্বারা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) সঠিক মূল্যায়ন ও যথার্থ প্রস্তাবিত মূল্য বিডিংয়ের জন্য ৬ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। এই কর্মশালার আয়োজন করেছে ডিএসইর লিস্টিং এ্যাফেয়ার্স ও আইসিটি বিভাগ। ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। রবিবার এই কর্মশালা উদ্বোধন করেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান। উদ্বোধনে মাজেদুর রহমান বলেন, আইপিও’র দুটো পদ্ধতির মধ্যে বুক বিল্ডিং পদ্ধতি অধিক শ্রেয়। আর এই পদ্ধতিতে বাজারে আসা নতুন শেয়ারে সঠিক বিডিং পদ্ধতি এবং বিডিংয়ে যৌক্তিক প্রতিযোগিতার বিষয়ে সম্যক ধারণা প্রদান করতে এই কর্মশালার আয়োজন করা হয়েছে। বিডিংয়ে সঠিক পদ্ধতি অনুসরণ করতে উদ্বুদ্ধ করাই এই প্রশিক্ষণের উদ্দেশ্য।
×