ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মালয়েশিয়ায় ফিলিস্তিনী প্রভাষককে গুলি করে হত্যা

প্রকাশিত: ০৪:২৩, ২৩ এপ্রিল ২০১৮

মালয়েশিয়ায় ফিলিস্তিনী প্রভাষককে গুলি  করে হত্যা

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে রাস্তায় এক ফিলিস্তিনী প্রভাষককে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত ৩৫ বছর বয়সী প্রভাষক ফাদি আল বাচ ফিলিস্তিনী রাজনৈতিক দল হামাসের সদস্য ছিলেন।- খবর বিবিসি শনিবার ভোর ৬ টার দিকে নিজ বাসা থেকে নিকটবর্তী একটি মসজিদে যাওয়ার সময় তাকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহী দুই বন্দুকধারী ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কুয়ালালামপুরে পুলিশ প্রধান মাজলান লাজিম একথা জানিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রাথমিক তদন্তে নিহতের শরীরে চারটি গুলির আঘাত পাওয়া গেছে। ঘটনাস্থলে দুটি গুলির খণ্ডাংশ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে পালিয়ে যাওয়া সন্দেহভাজনদের দেখা গেছে। তারা প্রভাষক বাচের ওপর হামলার আগে ওই এলাকায় প্রায় ২০ মিনিট ধরে অপেক্ষা করেছিল বলে জানিয়েছেন লাজিম। তিনি বলেন, ওই প্রভাষকই তাদের টার্গেট ছিল বলে আমাদের ধারণা, কারণ ঘটনার আগে আরও দুই ব্যক্তি ওই এলাকা দিয়ে হেঁটে গেলেও তাদের ওপর হামলা হয়নি। প্রভাষক বাচকে হত্যার জন্য তার পরিবার ইসরাইলী গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করেছে। মালয়েশীয় কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনদের সঙ্গে বিদেশী গোয়েন্দা সংস্থার সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ হত্যার বিষয়ে ইসরাইলী কর্মকর্তারা কোনও মন্তব্য করেননি বলে জানিয়েছে বিবিসি।
×