ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

পৌরমেয়র দলের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে

প্রকাশিত: ০৪:২১, ২৩ এপ্রিল ২০১৮

 পৌরমেয়র দলের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে

নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২২ এপ্রিল ॥ বাউফলের আইনশৃঙ্খলার অবনতি ও সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর মেয়র বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে দলের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করছে। আর পুলিশ প্রশাসন তাদের মদদ দিচ্ছে। রবিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে চীফ হুইপ বলেন, স্বাধীনতার পর থেকেই বাউফলের রাজনৈতিক পরিবেশ শান্ত ছিল। কোন খুনখারাবি ও দাঙ্গাফ্যাসাদ ছিল না। কিন্তু এখন সেগুলো হচ্ছে। এখন প্রশ্ন হলো কারা করছেন এগুলো? নিশ্চয় আমার কোন নেতাকর্মী ও সমর্থকরা করছেন না। করছেন দলের মধ্যে বিএনপি-জামায়াতের অনুপ্রবেশকারীরা। জেলা আওয়ামী লীগের কতিপয় নেতার ছত্রছায়ায় বাউফল পৌর মেয়র (নাম প্রকাশ না করে) এগুলো করাচ্ছেন। তিনি আরও বলেন, গত বছর ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় বাউফলের ১৫টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন বাদে (মামলাজনিত কারণে এই চারটি ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল) বাকি ১১টি ইউনিয়নের ৯টি নৌকার প্রার্থীরা জয়লাভ করেন। চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদ্রোহী প্রার্থী ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ঘোড়া মার্কা নিয়ে নির্বাচন করে জয়লাভ করে পুনরায় দলে ফিরে আসেন। কিন্তু বাউফলের মেয়র নওমালা ইউনিয়নে এক বিএনপি কর্মীকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বানিয়ে কালো টাকার প্রভাব দেখিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। নির্বাচিত হয়ে ওই প্রার্থী কিন্তু দলে ফিরে আসেননি। তিনি মেয়র লীগ করছেন। এ নির্বাচনের পর থেকেই বাউফলের মেয়র নিজের আধিপত্য বিস্তার করার জন্য দলের মধ্যে অনুপ্রবেশকারীদের সঙ্গে নিয়ে উল্টো আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতন শুরু করেছেন। এরই ধারাবাহিতকায় বাউফলের এ স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা, পৌর যুবলীগের সভাপতি, ছাত্রলীগের সহসভাপতি, সূর্যমনি ইউনিয়নের ছাত্রলীগের সহসভাপতিসহ নওমালা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদর ওপর অমানবিক নির্যাতন চালিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের এাণবিষয়ক সম্পাদক রায়হান সাকিব প্রমুখ।
×