ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ঝালকাঠিতে মন্ত্রীর নামে চাঁদাবাজির চেষ্টা ॥ পুলিশকে অব্যাহতি

প্রকাশিত: ০৪:২০, ২৩ এপ্রিল ২০১৮

ঝালকাঠিতে মন্ত্রীর  নামে চাঁদাবাজির  চেষ্টা ॥ পুলিশকে  অব্যাহতি

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ২২ এপ্রিল ॥ মেঘনা পেট্রোলিয়াম লিঃ এর ডিপোতে শিল্পমন্ত্রী আলহাজ আমির হোসেন আমু এমপির নামে ২ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছে। রবিবার বেলা ১২টায় এ ঘটনা ঘটেছে। ঝালকাঠি সদর ফাঁড়ির উপ-পরিদর্শক বশির উদ্দিন স্থানীয় জেলা ছাত্রদলের নেতা ইয়াছিন ভুঁইয়ার মদদে এ ঘটনা ঘটায়। এ ঘটনায় উপ-পরিদর্শক বশির উদ্দিনকে ফাঁড়ির দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং ছাত্রদল নেতা ইয়াছিন ভুঁইয়াকে গ্রেফতারের চেষ্টা চলছে। বেলা ১২টার দিকে ১০ দিন আগে সদর ফাঁড়িতে যোগদান করা উপ-পরিদর্শক বশির উদ্দিন ও এক কনস্টেবলকে নিয়ে একটি কারযোগে ডিপোতে যায় ইয়াছিন। সেখানে ডিপো সুপার মাহবুবুর রহমানের কাছে কিছু উপঢৌকন (কসমেটিক্স) প্রদান করে মন্ত্রী পাঠিয়েছেন বলে তাকে দেয়। এর পরে ইয়াছিন মন্ত্রীর লোক পরিচয় দিয়ে ডিপো সুপার মাহবুবুর রহমানের কাছে ২ লাখ টাকা মন্ত্রী চেয়ে পাঠিয়েছেন মর্মে দাবি করে এবং মোবাইল ফোনে মন্ত্রীর প্রক্সি দিয়ে একজন কথা বলেন। মেঘনা ডিপো সুপার বিষয়টি ঝালকাঠি থানায় অবহিত করলে থানা থেকে কর্মকর্তারা সেখানে পৌঁছার আগেই ইয়াছিন উপ-পরিদর্শক বশির উদ্দিনকে নিয়ে সটকে পড়ে। এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, এখন পর্যন্ত ডিপো সুপারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি এবং অভিযোগ পেলে তারা বিষয়টি তদন্ত করে দেখবেন। তবে পরিস্থিতির কারণে উপ-পরিদর্শক বশির উদ্দিনকে ফাঁড়ির দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেয়া হয়েছে। এ ঘটনার পর ইয়াছিন আত্মগোপন করেছে।
×