ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

যৌতুকের কাছে হেরে গেল ভালবাসা

প্রকাশিত: ০৪:১৭, ২৩ এপ্রিল ২০১৮

যৌতুকের কাছে হেরে গেল ভালবাসা

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ যৌতুকের চাহিদা মেটাতে না পারায় বিয়ের দুই মাসের মাথায় মোহনপুরে গৃহবধূকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে গৃহবধূর বাবা আবুল কালাম আজাদ বাদী হয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সত্যতা স্বীকার করে মোহনপুর থানার ওসি (তদন্ত) জানান, প্রেমের সূত্র ধরে উপজেলার ধামিন পাকুড়িয়া গ্রামের আবুল কালাম আজাদের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে আলেয়া খাতুনের (১৫) সঙ্গে পাশের পাইকপাড়া গ্রামের আবদুল মজিদের ছেলে রকিবুল ইসলাম ওরফে রকির (১৮) বিয়ে হয়। বিয়ের আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। প্রেমের সূত্র ধরে পরিবারও তাদের বিয়ে দেন। তবে বিয়ের পর থেকেই বদলে যায় ভালবাসা। যৌতুকের লোভে অস্থির হয়ে ওঠে স্বামী রকি ও পরিবারের সদস্যরা। আলেয়ার বাবা আবুল কালাম আজাদ অভিযোগ করে বলেন, বিয়ের কিছুদিন পর থেকে বিভিন্ন সময় দুই লাখ টাকা যৌতুকের জন্য স্বামী, শাশুড়ি ও শ্বশুর মিলে গৃহবধূকে নির্যাতন করতে থাকে। সর্বশেষ শনিবার বিকেলে গৃহবধূকে বাবার বাড়ি থেকে তাদের চাহিদামতো যৌতুকের টাকা নিয়ে আসার চাপ সৃষ্টি করে।
×