ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের দাবি আদায়ে বিক্ষোভ মানববন্ধন

প্রকাশিত: ০৪:১৩, ২৩ এপ্রিল ২০১৮

 আদিবাসীদের দাবি  আদায়ে বিক্ষোভ  মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ২২ এপ্রিল, গাইবান্ধা ॥ গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদাফার্মে পুড়িয়ে দেয়া আদিবাসী সাঁওতালদের স্কুল পুনর্নির্মাণ ও ৭ দফা দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচী পালিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি, আদিবাসী বাঙালী সংহতি পরিষদ, বাংলাদেশ আদিবাসী ইউনিয়ন, জাতীয় আদিবাসী পরিষদ ও জনউদ্যোগ যৌথভাবে এ কর্মসূচীর আয়োজন করে। পরে গাইবান্ধা শহরের ১নং রেলগেট থেকে বিভিন্ন ফ্যাস্টুন, পতাকা হাতে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়। সেখানে এক সাঁওতাল-বাঙালী সমাবেশ অনুষ্ঠিত হয়। সাহেবগঞ্জ বাগদাফার্ম-ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাসকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি মিহির ঘোষ, সহ-সাধারণ সম্পাদক মুরাদজ্জামান রব্বানী প্রমুখ। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, গাইবান্ধার সাহেবগঞ্জ বাগদাফার্মের আদিবাসীদের ওপর হামলা, খুন অগ্নিসংযোগ, লুটপাট ও নির্যাতনের বিচার এবং ক্ষতিপূরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। রবিবার বেলা সাড়ে ১০টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচী পালন করা হয়। রাজশাহী জেলা কমিটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন পরিষদের জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড়। এ সময় জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক গণেশ মার্ডি, দফতর সম্পাদক সূভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক শুসেন কুমার স্যামদুয়ার, বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা কমিটির সভাপতি কল্পনা রায়, জনউদ্যোগ রাজশাহীর ফেলো জুলফিকার আহম্মেদ গোলাম ও আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় সভাপতি নকুল পাহান প্রমুখ বক্তব্য রাখে।
×