ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১৮৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

প্রকাশিত: ০১:৪৭, ২২ এপ্রিল ২০১৮

 ১৮৩ রানের লক্ষ্য দিল চেন্নাই

অনলাইন ডেস্ক ॥ টানা তিন ম্যাচ জয়ের পর কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে হেরে জয়রথ থেমে যায় সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দরাবাদের। জয়ের ধারায় ফিরতে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে তাদের করতে হবে ১৮৩ রান। হায়দরাবাদের মাঠে আগে ব্যাট করতে নেমে রাইডু-রায়নার ফিফটিতে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করেছে চেন্নাই। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা যুৎসই করতে পারেনি চেন্নাই। প্রথম ১০ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৫৪ রান করে তারা। তবে পরের দশ ওভারে বাজির দান উল্টে দেন আম্বাতি রাইডু। তৃতীয় উইকেটে রায়নার সাথে মাত্র ৫৭ বলে গড়লেন ১১২ রানের জুটি। ইনিংসের ১৭তম ওভারে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন রাইডু। তবে আউট হওয়ার আগে ৯ চার এবং ৪ ছক্কার মারে মাত্র ৩৭ বলে ৭৯ রান করেন তিনি। রাইডু ফিরে যাওয়ার পরের ২০ বল থেকে আরো ৩৮ রান যোগ করেন সুরেশ রায়না এবং মহেন্দ্র সিং ধোনি। তিন নম্বরে নেমে ৫ চার এবং ২ ছক্কার মারে ৫৩ রানে অপরাজিত থাকেন রায়না। অপরপ্রান্তে মাত্র ১২ বলে ৩টি চার এবং ১টি ছক্কার মারে ২৫ রানের ক্যামিও ইনিংস খেলেন ধোনি। বল হাতে ৪ ওভার করে ৩২ রান খরচ করেও উইকেট পাননি সাকিব আল হাসান। ১টি করে উইকেট দখল করেন রশিদ খান এবং ভুবনেশ্বর কুমার।
×