ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভোলায় নতুন বাজারের হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:২৬, ২২ এপ্রিল ২০১৮

ভোলায় নতুন বাজারের হকারদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলার ঐতিহ্যবাহী নতুন বাজার চত্বরটিকে অশুভ ষড়যন্তকারীদের দখলমুক্তসহ উন্মুক্ত করে হকার শ্রমিকদের পুনর্বাসনের দাবিতে বিশাল এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার বেলা ১২ টার দিকে ভোলা নতুন বাজার হকার ব্যবসায়ী সমিতির আয়োজনে ভোলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে কয়েক শত হর্কাস ও তাদের স্ত্রী সন্তানরা অংশ নেয়। মানববন্ধন চলাকালে নতুন বাজার হর্কাস ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কালাম দুলালের সভাপতিত্বে বক্তাব্য রাখেন, সংগঠনের সহ সভাপতি ইসমাইল, ভোলা জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ন আহবায়ক আবিদুল আলম, উদেষ্টা আলাউদ্দিন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, নতুন বাজার চত্বরে অস্থায়ী ভিত্তিতে ছোট বড় প্রায় ২ শতাধিক ছোট ছোট দোকান স্থাপন করে প্রায় পরিবার পরিজন মিলে প্রায় ১০ হাজার মানুষের রুজি রোজগার চলে। এছাড়া তাদের কোন আয়ের উৎস নেই। কিন্তু নির্ধারিত কোন জায়গা না থাকায় প্রতিনিয়ত তাদের অনেক ভোগান্তি ও কষ্ট সহ্য করতে হচ্ছে। এ অবস্থায় একটি নির্ধারিত স্থান বরাদ্দ দেয়ার জন্য তারা দাবি জানান। পরে তারা ভোলা জেলা প্রশাসক বরাবর একটি স্মারক প্রদান করেন।
×