ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঈদের ৬ নাটকে আসিফ মোঃ নজরুল

প্রকাশিত: ০৭:৪৬, ২২ এপ্রিল ২০১৮

ঈদের ৬ নাটকে আসিফ মোঃ নজরুল

স্টাফ রিপোর্টার ॥ এই সময়ে অন্যতম মঞ্চকর্মী। আসিফ মোঃ নজরুল। একাধারে তিনি অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও প্রযোজক। সাম্প্রতিক সময়ে প্রায় সব মাধ্যমেই সমান পদচারণা রয়েছে তার। আসছে ঈদের অন্তত ৬টি নাটকে অভিনয় করলেন তিনি। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে বাঁধন ড্রিম ভিশনের ব্যানারে সম্প্রতি নেপালের মনোরম লোকেশনে ১০টি এক ঘণ্টার নাটকের শুটিং সম্পন্ন হয়েছে। নাটকগুলো আগামী ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে। নাটকগুলো পরিচালনা করেছেন দীপু হাজরা ও আসাদুজ্জামান আসাদ। এর মধ্যে ৬টি নাটকে অভিনয় করেছেন মঞ্চ, টিভির অভিনেতা আসিফ মোঃ নজরুল। নাটকগুলো হলোÑ ‘খুঁজে ফিরি আপনায়’, ‘লাফিং বুদ্ধ’, ‘ওয়াও নেপাল’, ‘কঙ্কাবতির আংটি’, ‘সেভেন ডেজ ইন নেপাল’ ও ‘একটি ম্যাজিক দেখাবো’। নাটকগুলোতে আসিফ নজরুলের সহশিল্পী ছিলেন ইরফান সাজ্জাদ, জোভান, তানভীর, তানজিন তিশা, প্রসূন আজাদ ও আহসান আলমগীর। নাটকগুলো রচনা করেছেন আহসান আলমগীর, পারভেজ ইমাম, জুয়েল কবির, রূপান্তর, আসাদুল ইসলাম আসাদ। এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, আসলে আমার নেপাল ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল। এরই মধ্যে বাঁধন ড্রিম ভিশনের কর্ণধার মোহাম্মদ বোরহান খানের সঙ্গে কথা হলো। তাই রথ দেখা কলা বেচা দুটিই একসঙ্গে হয়ে গেল। তবে বিদেশের মাটিতে কাজ করার অভিজ্ঞতা একটু ব্যতিক্রম। কারণ নেপাল মুলত পাহাড়ি অঞ্চল। এখানে বেশিরভাগ আউটডোরে শুটিং হয়েছে। এখানে সবাইকে অভিনয়ের পাশাপাশি ব্যাকগ্রাউন্ডেও কাজ করতে হয়। আমি এর আগেও কলকাতায় নাটকে অভিনয় করেছি তবে এবারের অভিজ্ঞতা একটু ভিন্ন। আশা করছি নাটকগুলোতে আমার চরিত্র দর্শকরা পছন্দ করবেন। ঈদের ৬টি নাটকে আমাকে অন্য ভাবে খুঁজে পাবেন দর্শকরা। তাই দর্শকদের নাটগুলো দেখার আমন্ত্রন জানাচ্ছি।
×